.সৃষ্টি রহস্য
আল্লাহ্ পাকের আকারহীনতা ও পবিত্রতা গুণ কি মানুষের আকারহীনতা পবিত্রতা গুণের অনুরূপ।
শুধু মানুষই নয়; বরং যাবতীয় সৃষ্টির সাথে তুলনা থেকে
তিনি পবিত্র।
আল্লাহর কর্তৃত্ব মানুষের কর্তৃত্ব সদৃশ নয়
মানুষ আল্লাহর অভাবনীয় ও অতুলনীয় মাহাত্ন্য এবং
অপরিসীম ক্ষমতার রূপ উপলব্ধি করবে এই উদ্দেশ্যে
মানুষের মধ্যে তাঁর স্বীয় গুণাবলির অনু পরিমাণ দান
করেছেন।
সকল প্রকার গুণগান, প্রশংসা সেই মহান প্রভূ আল্লাহ্
পাকের যিনি তাঁর বান্দাদেরকে দান করেছেন সবিশেষ
অনুগ্রহ ও করুনা, যার অনুগ্রহ করুনার সুশীতল ছায়া।
তাছাড়া মহান প্রভূ আল্লাহ্ পাকের এই সুবিশাল সৃষ্টি
এবং তাঁর রহস্য বিষয়ক চিন্তা - ভাবনা গবেষণা ও
উপলব্ধিকে তিনি ঈমান ও আক্বীদার উপর সুদৃঢ় করে
দিয়েছেন।
সৃষ্টি জগতের প্রত্যেকটি স্তরে মন- মনন এবং চিন্তাদীপ্ত
দৃষ্টি তাঁদেরকে আল্লাহ্ পাকেক অপার মহিমাও নিরস্কুশ
একক ক্ষমতা প্রত্যক্ষ করতে সাহায্য করেছে।
স্বয়ং আল্লাহ্ পাক এবং তাঁর সৃষ্ট ফেরেশ্তা মন্ডলী সাক্ষী
যে, এক ও অদ্বিতীয় শক্তির আধারা একক সত্তা
আল্লাহ্ পাক ছাড়া অপর কেহই ইবাদতের যোগ নয়।
ন্যায়বিচার ও ইনসাফের মালিক কেবলমাএ আল্লাহ্
সালাম ও দুরূদ সেই মহামানবের প্রতি যিনি নবীকূল
শিরমনি মুত্তাক্বীদের একক নেতা এবং আমাদের মত
গুণাহগারদের ফরিয়াদ শ্রবণকারী।
তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম।
তিনিই পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী ও রাসূল
পূর্ণিমার চাঁদ পৃথিবীকে আলোকিত করে তোলে,
কোমল কমনীয় আলোর বাজার বসে আধার রাতে।
কানায়, কানায় পৃথিবীকে ভরে তোলে অনাবিল এক
স্বপ্নীল পরশে, নিলাকাশে প্রজ্জলিত উজ্জল নক্ষত্রগুলোর পানে তাকিয়ে লক্ষ্য কর, আরো লক্ষ্য কর
তার অপরিসীম উপকারীতার প্রতি।
হৃদয়ে আল্লাহ্ পাকের স্মরণ জীবন্ত হয়ে উঠে তাঁর
মাহাত্ন উপলব্ধি হয়ে থাকে মানসিক যন্ত্রণা বিদূরিত হয়
মন হতে কু- ধারণা, ভ্রান্ত ধারণা এবং ভয় - ভীতি
বিদূরিত হয়ে থাকে।
অস্থির হৃদয় - মন সুস্থীর ও শান্ত হয় আর রোগ বিশেষ
নিরাময় হয়।
অবশেষে আসমান হল প্রার্থনা কারিদের পবিত্র কেবলা
বৈচিত্র্যময় সৃষ্টির নিপুণতার পানে তোমার চোখের দৃষ্টি,
মনের দৃষ্টি যত সুগভীর হবে, আল্লাহর অশেষ কুদরত
তোমার হৃদয় - মনে প্রোথিত হবে।
তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির সামগ্রীক প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখেই আল্লাহ্ মানব সৃষ্টির পূর্বেই একান্ত
করুণা বলেই সবকিছু প্রস্তুত করে রেখেছেন আমিন।