1
16
হঠাৎ তুমি একা একা হাটছ। কেউ সাথে নেই চারদিকে কি নিরব। রাস্তায় কোন জনমানব নেই। তুমি হাটছ আর ভাবছ হয়ত একটা সঙ্গী হলে ভাল হত।
সাথে হেটে যেত। হঠাৎ একটা মেয়ে একা আসে। তুমি সামনে আসলে তাকালে তার দিকে। কি মায়াবী চেহারা তার। সেও হালকা তাকালো। সে সামনে দিয়ে যাওয়ার সময় একটা মুচকি হাসি দিল আর তুমি সেই হাসিতেই শেষ রাতে মেয়েটার কথা অনেক মনে পরল।
ঠিক এমনি ভাবে সবার জীবনে এক জন না একজন আসেই। আসলে একটা মেয়ে কে দেখলে সহজেই ভুলা যা য় কিন্তু পেছনে তাকিয়ে মেয়পটা একটা হাসি দিলে তাকে ভুলা যায় না কোনদিননও
জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হয়ে যায়।হয়ত সময়ের প্রয়োজনে। যারা খুব তাড়াতাড়ি জীবনের অংশ হয়ে যায় তারা হারিয়ে গেলে জীবন হয়ে যায় সচলের সমতুল্য। তবু ও আমাদের আগাতে হয়ে সময়ের সাথে সাথে।।। খুব ভাল লাগল।।।