কি অজানা শহর, কি এক অদ্ভুত অনূভুতি ময়। যেখানে সারাদিন লাখ লাখ মানুষ ব্যস্ত থাকে নানা কাজে। কেউ চাকরি কেউ ব্যবসা কেউবা আবার পড়াশুনা। সব পেশার মানুষের সমাহার এখানে। কোলাহল দিনের শেষে যখন রাত আসে ঢাকা শহরটা একটু যেন বিশ্রাম নেয়। তবে দিনের ঢাকা যেমন কোলাহল থাকে রাতে থাকে না। চারদিকে নীরব আর মিটি মিটি আলো সত্যি অনেক দেখার মতো। রাতে বাসার ছাদে গেলে মনটা ভরে যায় অনেক চারদিকের বাতাস মনটাকে সতেজ করে দেয়। সারাদিনের কাজের শেষে যখন রাতে ছাদে যাওয়া হয় একটু মনটা শান্ত হয়। মন চায় এই ভাবে যদি সারাটি জীবন বসে কাটিয়ে দিতে পারতাম কিন্তুু পারি না পর দিনের কাজের চিন্তায় মনটা অস্থির হয়ে যায়। তবুও আমি রাতের ঢাকাকেই বেশি লাইক করি। আনেক ভালো লাগে রাতের ঢাকা আমার কাছে। জানি না অন্য কারো কাছে কেমন লাগে আমি আমার রাতের ঢাকার মতো শান্ত ঢাকা দিনেও চাই।💜💜💜💜💜💜💜💜💜💜💜🙋🙋🙋🙋
2
24
[deleted]