...
আচ্ছা বলুন ত পড়তে কার ভালো লাগে। আমার মতে আপনার মতো এমন ৯৫% ছেলেমেয়েরই পড়তে ভালো লাগে না । কারণ আমরা পড়াশুনার মজা টাই নিতে পারি না তাই আমাদের ভালো লাগে না।আমরা সারাক্ষণ চিন্তায় থাকি
।আমরা সবাই কিন্তু পড়ার প্রবল আগ্রহ কিন্তু পড়ি না। কারণ আমদের পড়ার যে একটা আকর্ষন তা আসে না। আমরা কেন পড়ব তা নিয়ে ভাবি না। আচ্ছা আপনাকে একটা কালো মেয়েকে যদি আপনার বাবা মা বিয়ে করায় তাহলে কি তাকে ভালো লাগবে? প্রথম প্রথম তার কিন্তুু কাছেই যাবেন না। তাকে দেখলেই কিন্তু আপনার রাগ হবে। কিন্তুু ঔ কালো বউটার সাথে
আস্তে আস্তে থাকতে থাকতে। তাকে দেখতে দেখতে এক সময় তার মায়ায় পড়ে যাবেন তাকে ভালবেসে ফেলবেন ঠিক তেমনি আপনি বই কে পড়েন আর না পড়েন আজ থেকে বই খুলে টেবিল এ বসে থাকেন।
দেখবেন এক সময় না এক সময় আপনার বইকে ভালো লাগবেই। ভালবেসে ফেলবেন বই কে।
আজ থেকে এইটা ফলো করেন ইনশাআল্লাহ কাজে দিবে।
আমাকে সাসক্রাইব করেন। আমি পরবর্তী পোস্টে মনোযোগ বৃদ্ধি আর পড়া মনে রাখা নিয়ে কিছু রুলস দিব। ইনশাআল্লাহ কাজে দিবে।