আপনি জানেন কি জীবনের সব ভুল সিদ্ধান্ত আপনি লোকে কি বলবে ভেবেই নেন।
আপনার ব্যক্তিগত জীবন,শখ আহ্লাদ সবকিছু যেন মানুষ কি বলবে কি ভাববে এসবে সীমাবদ্ধ হয়ে গেছে।নিজের জীবন ই নেই,এমনকি আপনার জীবনে আপনার নিজস্ব মত নেই।
ধরুন আপনার সন্তান কম সিজিপিএ এ পেয়েছে,আপনি একবার ও ভাবছেন না আপনার সন্তান কতটা ভেঙে পড়ছে আপনি লোকে কি বলবে সেটা ভেবে সন্তানের পাশে না থেকে কথা শুনিয়ে দিলেন।
এতে করে আপনার সন্তান আরো দুর্বল হয়ে যাবে।আপনিও কিন্ত আপনার সন্তানের কাছে অন্য লোকের মতই হয়ে গেলেন।
আপনার ছোট ভাইটি বাংলা সাহিত্য নিয়ে পড়তে চান,আপনার পরিবার চান ডাক্তার হবে।চাকরির ক্ষেত্র নেই বা এরকম সস্তা বিষয়ে পড়া যাবেনা ভেবে তার এতদিনের স্বপ্নকে ভেঙে ফেললেন।কথা শুনালেন,সাহস হারিয়ে ফেলে সে হয়ত ইঞ্জিনিয়ার ও হতে পারল না শখের বিষয়েও পড়তে পারল না।
অনেকে আবার ডাক্তার/ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যবসা করবেন,কেও বা বিসিএস দিয়ে প্রশাসনিক কর্মকর্তা।সেখানেও কথা শুনতে হবে কেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়ে বিসিএস দিল।
মানুষের সমস্যার শেষ নেই।আপনি ভাল করুন খারাপ করুন আপনাকে কথা শুনতেই হবে।
আবার আপনি বিয়ে করবেন সেখানেও নিজের পছন্দে বিয়ে করতে পারবেন না,সেটা যদি করেও ফেলেন শ্বশুর বাড়ির লোক কি কি দিল বা দিল না,কোন খাবারে লবন কম হলে ভাল হত এই নিয়ে বিরাট একখানা তালিকা দিয়ে যাবে।
আপনি যদি একজন উচ্চশিক্ষিত মেয়ে হয়ে বিয়ের পর গৃহিণী হোন তাতেও কথা শুনবেন,যদি চাকুরী করেন তাতেও কথা শুনবেন।এবং অবশ্যই আপনাকে স্বামীর থেকে উচ্চ পদে এবং বেশি বেতনে চাকরি করা যাবেনা।
আসল কথা হল লোকে কি বলবে ভেবে যে আমরা ভয় পাই এটা আসলে আমাদের নিজের ভুল।আমাদের সমাজে যাই করবেন তাতেই আপনাকে দু কথা শুনিয়ে দেবে। আপনি নিজের পছন্দে করলেও শুনবেন তাদের পছন্দে করলেও শুনবেন।আসলে আমাদের সমাজ জানেই না কোনটা ঠিক কোনটা ভুল।
আপনি আপনার জায়গা থেকে চিন্তা করুন।আপনার জন্য যা সঠিক সেটিই করুন।যদি সফল হয়ে যান সমাজ বাহবা দেবে,যদি হেরে যান আবার চেষ্টা করুন,সৃষ্টিকর্তা সহায় হলে নিশ্চয়ই সফল হবেন।
কিন্তু লোকে কি বলবে ভেবে হেরে যাবেন না,নিজের স্বপ্ন কে মেরে ফেলবেন না।লোকের কথা শুনে অনুপ্রেরণা নিন,নিজের উপর ভরসা রাখুন।সফলতা আসবেই।
Great