খুলনার বিখ্যাত চুই ঝাল

13 22
Avatar for Arisha16
4 years ago

খুলনাঞ্চলের মানুষ চুইঝাল ছাড়া মাংস রান্নার কথা ভাবতেই পারে না। কারণ চুইঝালের সুঘ্রাণ মাংসকে করে তোলে অতুলনীয় সুস্বাদু।

আজ আপনাদের জন্য থাকছে সেই চুইঝালে গরুর মাংসের রেসিপি-

চুই ঝাল একটি ঝাল জাতীয় মশলা যা তরকারির স্বাদ বাড়ায়। ঝোল জাতীয় মাছ মাংস সব কিছুতেই এটি স্বাদ তৈরি করে। মরিচ খেলে যেমন ঝালে ঘাম চলে আসে, চুই ঝালে কিন্তু সে রকম ঝাল লাগে না। এর স্বাদই অন্য রকম।

উপকরণ-
গরুর মাংস ১ কেজি, চুইঝাল(Chui Jhal – চুই ঝাল) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আলু স্লাইস ১কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, কাঁচা মরিচ ৫-৬টি, সরিষার তেল ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস-১ টেবিল চামচ, ধনে পাতা।

প্রণালী-
মাংস ধুয়ে লবণ ও টকদই দিয়ে মেখে ১ঘণ্টা রাখুন। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব মসলা কষিয়ে মাংস, চুইঝাল ও আলু দিয়ে কয়েকবার কষান। পরে পানি দিন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া ও সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এ ভাবেই আপনি মজাদার চুই ঝাল রান্না করতে পারেন।

12
$ 0.00
Avatar for Arisha16
4 years ago

Comments

Subscribe back kora pase takben apu

$ 0.00
4 years ago

আমার বাড়ি খলনা🤗। চই ঝাল জীবনে অনেক খাইছি বন্ধু।এটি মাংষ ছাড়াও ভোনা চানাই আমার খুই ভালো লাগে☺খুব সুন্দর রেসিপি বন্ধু।পাশে আছি পাশে থাকবেন প্লিজ।

$ 0.00
4 years ago

Obossoi pase thakbo apnarao thaiken

$ 0.00
4 years ago

ok

$ 0.00
4 years ago

চুই ঝাল এর মাংসের সাথে কোন মাংস রান্নার তুলনা হয় না

$ 0.00
4 years ago

Very tasty to eat

$ 0.00
4 years ago

Chui jhaler mangsho khete jawa labe khulna 😍

$ 0.00
4 years ago

Joss

$ 0.00
4 years ago