Strange cricket news

8 26
Avatar for Arifa4824
4 years ago

Strange cricket news

The longest match

The longest match in cricket was the 1939 match between England and South Africa, which was declared the last tie after 14 days.

First out by the third umpire

Do you know who the TV umpire gave out first? Legendary batsman Sachin Tendulkar! And who did that runout? World famous fielder Jonty Rhodes. The next day in the same Test match, the umpire gave a run out to Jonty Rhodes and it is unbelievable but true, that run out was done by Sachin Tendulkar.

That rule is still unchanged

There are 42 cricket laws in the game of cricket, which have been formulated by the Marylebone Cricket Club in consultation with various major cricketing nations. The law of cricket has changed over time, not just one law but the length of the cricket pitch.

Earthquake catches!

The 2006 match between India and Bermuda is underway. Earlier, the pace of India's batting was such that the Bermuda bowlers could not stop the pace of the run. Suddenly the batsman hit the bat and the ball went to slip. The fielder jumped to the ground and grabbed the ball. At once it felt like an earthquake. The umpire also thought the ground was shaking. But not actually but the earthquake! In fact, the fielder who caught the slip weighed only (!) 133 kg. The fielder's name is Diane Leverkusen.

World record on borrowed bat

About 1997. Sri Lanka's match with Pakistan is going on. There is only one 18-year-old cricketer in the Pakistan team. The boy is playing his second international match. So everyone in the team decided that he would be let down to bat after the first wicket. But the problem is, he can't find his own bat to bat. In the end, Walker borrowed the bat from Yunus and started batting. And as soon as he got down, all the anger of losing the bat seemed to fall on the ball. He made a century in just 36 balls. Who has the fastest record? Can you tell the boy's name? That's right- Shahid Afridi.

Pilot - Ganguly argument

In the inaugural Test of Bangladesh, our pilot was batting for a long time towards the end, and was playing a lot of balls but was running slowly, meanwhile the then captain Saurabh lost his temper and could not stay and Saurabh came forward and told the pilot-

Sourav: Who taught you such an annoying game, tell me, Bapu ??

Pilot: Why again, your Gavaskar grandfather, who was unbeaten on 34 runs in 50 overs in ODIs!

Sachin Tendulkar - Abdul Qadir (Pakistan) Argument

It was 1989 when Little Master made his Test debut against Pakistan a few days ago at the age of 18, but Sachin still did not get a driver's license. But at that age he had to deal with all the bowlers in Pakistan. So when Sachin went down to bat in a Test match, various placards were seen in the hands of Pakistani supporters in the gallery, one of which read - Baby to drink milk ... go home and drink milk ... Sachin was playing great that day, Mushtaq Ahmed hit two sixes in one over, then the real best spinner of that time Abdul Qadir, Qadir challenged Tendulkar and said, why are you hitting the baby bowler (Mushtaq Ahmed)? If you can, hit me! Tendulkar remained silent, but the result was seen at the end of the over 6,0,4,6,7,8, four sixes, including Qadir's 26 runs in that over!

26 runs in one ball!

The record was set 100 years ago in England. There was another team game with the Victoria team that day. In the first ball of the match, a powerful shot by a Victorian batsman got the ball stuck in a high branch of a tree in the field before crossing the boundary. Meanwhile, two Victorian batsmen started racing for runs. On the other hand, the opposing team petitioned the umpire to signal the loss of the ball. But the ball is stuck in a tree! And it is clear. So how can the umpire signal the ball is lost! The umpire did not respond to the opposing team's request and instructed the ground staff to cut the branches of the tree. Meanwhile, in spite of many efforts, the ball does not fall off the branches of the tree. Then the ground staff desperately shot at the ball from the gun. The ball falls to the ground. By then, the batsmen in Victoria have run within 26 wickets. Victoria then announced the end of their innings. Victoria won the match. Although there is no evidence of this match.

আজব ক্রিকেট সংবাদ

সবচেয়ে দীর্ঘ ম্যাচ

ক্রিকেটের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ হল ১৯৩৯ সালের ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলা ম্যাচটি ১৪ দিন খেলার পর এই ম্যাচটি শেষ টাই হিসাবে ঘোষনা করা হয়।

 

থার্ড আম্পায়ার কতৃক প্রথম আউট

টিভি আম্পায়ার প্রথম কাকে আউট দিয়েছিলেন জানেন? কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে! আর সেই রানআউট কে করেছিলো? বিশ্ব বিখ্যাত ফিল্ডার জন্টি রোডস। একই টেস্ট ম্যাচে পরবর্তী দিনে জন্টি রোডসকে আম্পায়ার রান আউট দেয় আর অবিশ্বাস্য হলেও সত্য, সেই রান আউটটি করেছিলেন শচীন টেন্ডুলকার।

 

যে নিয়ম এখনো অপরিবর্তিত

ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ক্রিকেটের আইনে সময় এর সাথে সাথে সব কিছুর পরিবর্ত হয়েছে শুধুমাত্র একটি আইনের পরিবর্তন হয় নাই সেইটা হলো ক্রিকেট পিচের দৈর্ঘ্যের।

 

ক্যাচ ধরায় ভূমিকম্প!

২০০৭ সালের ভারত এবং বারমুডার মধ্যেকার খেলা চলছে। আগে ব্যাট করতে নামা ভারতের রানের গতি এমন ছিলো যে কোনভাবেই রানের গতি থামাতে পারছিলেন না বারমুডার বোলাররা। হঠাৎ ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল চলে যায় স্লিপে। ফিল্ডার মাটিতে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে বলটি। সাথে সাথে মনে হল যেন ভূমিকম্প হয়েছে। আম্পায়ারও ভাবলেন মাটি কেঁপে উঠেছে। কিন্তু না আসলে কিন্তু ভূমিকম্প হয়নি! আসলে স্লিপের যে ফিল্ডারটি ক্যাচটি ধরেছিলেন তার ওজন ছিলো মাত্র(!) ১৩৩ কেজি। ফিল্ডারটির নাম ডায়ান লেভারক।

 

ধার করা ব্যাটে বিশ্বরেকর্ড

১৯৯৬ সালের কথা। পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার ম্যাচ চলছে। পাকিস্তান দলে রয়েছে মাত্র ১৬ বছর বয়সী একজন ক্রিকেটার। ছেলেটি খেলছে তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। তো দলের সবাই মিলে ঠিক করলো প্রথম উইকেট পড়ার পরই ব্যাট করতে নামিয়ে দেওয়া হবে তাকে। কিন্তু সমস্যা হলো, ব্যাট করার জন্য নিজের ব্যাটই খুঁজে পাচ্ছে না। শেষে ওয়াকার ইউনুসের কাছ থেকে ব্যাট ধার করে ব্যাটিংয়ে নামল। আর নেমেই ব্যাট হারানোর সব রাগ যেন বলের উপরেই ঝাড়ল। মাত্র ৩৬ বলে করে ফেলল সেঞ্চুরী। দ্রুততম এই রেকর্ডটি কার? বলতে পারেন ছেলেটির নাম? ঠিক তাই- শহীদ আফ্রিদি।

 

পাইলট - গাঙ্গুলী তর্ক

বাংলাদেশের অভিষেক টেস্টে আমাদের পাইলট শেষের দিকে অনেকক্ষন ধরে ব্যাট করছিল,আর অনেক বল খেলছিল কিন্তু রান করছিল ধীরে ধীরে,এদিকে তখনকার অধিনায়ক সৌরভের তো ধৈয্যচুতি হয়ে গিয়েছিল,আর থাকতে না পেরে সৌরভ এগিয়ে এসে পাইলটকে বলল-

সৌরভঃ এই তোমাকে এমন বিরক্তিকর খেলা কে শিখিয়েছে,বল তো বাপু??

পাইলটঃ কেন কে আবার,তোমাদের ঐ গাভাস্কার দাদা,যিনি ওয়ানডেতে পুরো ৫০ ওভার খেলে ৩৪ রানে অপরাজিত ছিলেন!

 

শচীন টেন্ডুলকার - আব্দুল কাদির(পাকিস্তান) তর্ক

এটা ছিল ১৯৮৯ সাল যখন লিটল মাস্টার কিছুদিন আগেই অভিষেক টেস্ট খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে, তখনও শচীন ড্রাইভিং লাইসেন্স পাননি। কিন্তু ওই বয়সে তাকে মোকাবেলা করতে হয়েছিল পাকিস্তানের সব বাঘাবাঘা বোলারদের। তো এক টেস্ট ম্যাচে শচীন যখন ব্যাট করতে নামলেন,গ্যালারিতে পাকিস্তানের সমর্থকদের হাতে দেখা গেল বিভিন্ন প্লাকার্ড,একটিতে লেখা- দুধ খাওয়া বাচ্চা...ঘরে গিয়ে দুধ খাও..। শচীন সেদিন দুর্দান্ত খেলছিলেন, মুশ্তাক আহমেদের এক ওভারে দুইটি ছক্কা মারল, এরপর বলে আসল তখনকার সেরা স্পিনার আব্দুল কাদির, কাদির তো টেন্ডুলকারকে চ্যালাঞ্জ জানিয়ে বললেন, পিচ্চি তুমি বাচ্চা বোলারকে (মুশতাক আহমদ) কেন মারছ? পারলে আমার বলে মারো! টেন্ডুলকার নিশ্চুপ থাকলেন, কিন্তু ফলাফল দেখা গেল ওভার শেষে ৬,০,৪,৬,৬,৬, চার ছক্কাসহ কাদিরের ওই ওভারে ২৮ রান!

 

এক বলে ২৮৬ রান!

১০০ বছর আগে ইংল্যান্ডের মাঠে এই রেকর্ডটি হয়েছিল। সেদিন ভিক্টোরিয়া দলের সঙ্গে অন্য একটি দলের খেলা ছিল। ম্যাচের প্রথম বলেই ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যানের জোরাল শটে বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের মধ্যে থাকা একটি গাছের উঁচু ডালে আটকে যায়। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন। অন্যদিকে, বিপক্ষ দল বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে আম্পায়ারের কাছে আর্জি জানায়। কিন্তু বল তো গাছের ডালে আটকে! আর স্পষ্ট দেখাও যাচ্ছে। তাই আম্পায়ার আর কী করে বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে পারেন! বিপক্ষ দলের আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেঁটে বল পাড়ার নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে। এদিকে অনেক চেষ্টা সত্ত্বেও বল তো আর গাছের ডাল ছেড়ে পড়ে না। তখন গ্রাউন্ড স্টাফ মরীয়া হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোঁড়েন। বল মাটিতে পড়ে। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেছেন। এরপর ভিক্টোরিয়া তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ভিক্টোরিয়াই এই ম্যাচে জয়ী হয়েছিল। যদিও এই ম্যাচের কোনও প্রমাণ নেই।


5
$ 0.00
Avatar for Arifa4824
4 years ago

Comments

Please, subscribe me

$ 0.00
4 years ago

Very useful article. Thank you.

$ 0.00
4 years ago

Thank you good friend we are with you guys we guys like to watch cricket play crazy I actually like a favorite color

$ 0.00
4 years ago

In Bangladesh's inaugural Test, our pilot was batting for a long time towards the end, playing a lot of balls but running slowly, meanwhile the then captain Saurabh lost his temper.

$ 0.00
4 years ago

Thanks bro.

$ 0.00
4 years ago