0
3
তুমি যে তারকা দেখ আকাশের বুকে জ্বলে থাকে
এমন অনেক তারা যা তুমি দেখনি কোনোদিন
নিজের আলোকে তারা নিজেরাই বুকে টেনে রাখে
তুমি যে সাগর দেখো এখোনো তা হয়নি মলিন
অথচ হৃদয় তার ভরে আছে মৃতের ফসিলে ।
যতটা জীবন আছে তার চেয়ে মৃত্যু আছে ঢের
বিশাল ও বুক তার তাই বুঝি রেঙেছে সুনীলে
তবুও হতাশা আজো দমাতে পারেনি সাগরের
আমিও সাগর হবো বুকে নিয়ে হতাশার শব ।
পায়ে হাটা পথপাশে দেখেছ যা প্রতিদিন ভোরে
ঘাসের চাদর পেতে প্রজাপতি ফড়িঙেরা সব
বুলায় স্বপ্ন পরশ স্নেহময় পরম আদরে
অতীতের পায়ে দলা হতাশা কাটিয়ে ফের ঘাস
পৃথিবীর বুকে তার রচে নেয় আপন আবাস ।