আসলে পৃথিবীতে ভালভাবে বেচে থাকতে হলে সুস্থভাবে থাকার কোন বিকল্প নেই। আর এই সুস্থতা আল্লাহ তাআ'লা এর এক বিশেষ রহমত মানবজাতির জন্য। একমাত্র যে অসুস্থ হয় সে বোঝে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তাআ'লা এর পক্ষ থেকে।
আমরা যদি হাসপাতালে যাই, দেখতে পারব কত মানুষ কত ধরনের অসুখ নিয়ে পড়ে আছে। কেউ বা মৃত্যুর পদযাত্রী, আবার কেউ বা সুস্থতার অপেক্ষায়। তার সুস্থতার আসল মুল্য বোঝেন। তারা খুব ভালভাবে আল্লাহ কে স্মরণ করেন।
কিন্তু আমরা যারা সুস্থ জীবনযাপন করছি আমরা আল্লাহ কে ভুলে দিনাতিপাত করছি। একটি বারের জন্য শুকরিয়া আদায় করতেছি না। একেবারেই বেখেয়ালি জীবন যাপন করে যাচ্ছি যা মোটেও উচিত না। অসুস্থ হবার আগেই আমাদের উচিত সুস্থতার শুকরিয়া আদায় করা বেশি বেশি।
আল্লাহ আপনাদের সবাইকেই বাকী জীবন সুস্থভাবে কাটানোর তৌফিক দান করুন।
nice article https://read.cash/@Ragz/problem-33b37c58 mine