Scientific thought

1 6
Avatar for Apurba1408
4 years ago

অনেক দিন ধরে মাথায় একটা টপিক ঘুরছে। তাই ভাবলাম আজ সবার সাথে শেয়ার করি।

সবচেয়ে বড় কথা হলো আমি বিজ্ঞানকে নিজের থেকে ও বেশি বিশ্বাস করি। কারণ বিজ্ঞান অকল্পনীয় অনেক কিছু আবিস্কার করে ফেলেছে, ভবিষ্যতে ও করবে। এবার টপিকসে আসা যাক।

একটি যন্ত্র থাকবে যেটা মৌল বা যৌগ রূপান্তর করতে পারবে। একটু পরিষ্কার করে বলি। মনে করেন আপনার কাছে পানি আছে। পানিতে আছে অক্সিজেন আর হাইড্রোজেন। যন্ত্রটির সাহায্য নিউক্লিয়াস পরিবর্তন করে একটি মৌল বা যৌগ থেকে অন্য কিছুতে রূপান্তর করা যাবে। অনেকটা একটি প্রিন্টারের মতো কাজ করবে। আপনি কম্পিউটার এর সাহায্যে একটি রাসায়নিক সংকেত লিখে ইনপুট দিলেন এবং যন্ত্রটি সেই বস্তুটি তৈরি করে ফেলতে পারবে। তার মানে হচ্ছে আপনি যে কোন কাঁচামাল ব্যবহার করে বিশ্বের যে কোন কিছু তৈরি করে ফেলতে পারবেন। বিষয়টা খুব অদ্ভুত।

আমার মনে হয় কোন না কোন বিজ্ঞানীদের মাথায় টপিকস টা এসেছে বা আসবে। দুঃখের বিষয় হল এটা দেখে যওয়ার সুযোগ হয়তো আমার হবে না।

#বিজ্ঞান_চিন্তা

Please subscribe my account.

3
$ 0.00
Avatar for Apurba1408
4 years ago

Comments

subscribe back dear ♥️

$ 0.00
4 years ago