Love

2 30
Avatar for Aoshimkumar
4 years ago

ভালোবাসার গল্প কে না পছন্দ করে। তাও যদি হয় বিভিন্ন মানুষের জীবন থেকে নেয়া! ভালোবাসার গল্প ও কবিতার শুরুতেই নির্মেলেন্দু গুন এর একটি কবিতা মনে করিয়ে দিতে চাই। শর্টকাট বলে দিন ভালোবাসি। আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব শর্টকাট: ভালোবাসি । -নির্মেলেন্দু গুন ভালোবাসার গল্প ও কবিতা সত্যিই কি তাই। শর্টকাট বলে দেয়া যায় ভালোবাসি? বুকের মধ্যে দামামা বাজে। যতবার তাকে দেখি। মনে হয়, এই মেয়েটির জন্মই হয়েছে আমার জন্যে। এর জন্য সব করতে পারি। মেয়েটি মৃদু হাসি শরীরে কাপন ধরিয়ে দেয়। কাছে যাই। এ কথা সে কথা। কত কথা, গল্প,আড্ডা সব হয়। হয় না বলা মনের মধ্যে লুকায়িত সেই কথাটি। কথাগুলো কলেজ পড়ুয়া সাকিবের। অসুবিধা কি, বলেই ফেলুন না। ভয় হয় যদি মেয়েটি না বলে দেয়। ভালোবাসার গল্প যদি এখানেই শেষ হয়ে যায়? তার চেয়ে এই ভালো। ভালোবাসার গল্প নাহয় শেষ হলোনা। তার কথা না হয় নাই জানলাম,তাকে ভালোবাসি এটাই আত্মতৃপ্তি বললো সাকিব। ভালোবাসার ছোট গল্প ভালোবাসার গল্প বা প্রেম কি একদিনে হয়? সময় তো লাগেই। প্রথম দেখায় ভাললাগা হতে পারে। ভালোবাসা নয়। ভালোবাসা হতে হলে মিশতে হবে। একে অপরকে বুঝতে হবে। ইমন, ফারহানার কথাই ধরা যাক। কলেজে পরিচয়। তারপর বন্ধুত্ব। চোখে চোখ রাখা। এক সঙ্গে ঘুরতে যাওয়া। আড্ডায় পাশাপাশি বসা। গিফট আদান প্রদান। টুকটাক চিরকুট দেয়া নেয়া। ভাললাগা খারাপ লাগা শেয়ার করা। এভাবেই সবার মাঝে থেকেও ওরা দুজন একটু

7
$ 0.00

Comments

Nice

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago