3
23
ফুল ভালোবাসেন না এমন মানুষ বিরল। বিভিন্ন সময়ে ফোঁটা বিভিন্ন রকম ফুলের সৌন্দর্যে প্রকৃতিতে যেন উৎসবের আমেজ লেগেই থাকে।🌸🌺🌺🌸
সাদা রঙের ফুল গুলো মনমুগ্ধকর সৌরভ ছড়াতে এগিয়ে। গন্ধরাজ, রজনীগন্ধা, বেলী.. এদের ঘ্রাণে পাগল হয়ে যাই।💘বলতে চাই মূলত গন্ধরাজ নিয়ে।😊
গন্ধরাজঃ
প্রচন্ডরকমের পছন্দের একটি ফুল। নাম যেমন কাজটাও ঠিক তেমনই। এর মন মাতানো সুগন্ধে মনটাই ভালো হয়ে যায় আমার। এটি পানিতে ভিজিয়ে রাখলে দীর্ঘসময় তাজা থাকে। বাসি হয়ে গেলে হলুদ রঙের হয়ে যায়।বাসি হওয়ার পরও ফেলে দিতে মন চাইতো না, সুগন্ধে ম ম করতো আমার রুম।💞
সন্ধ্যার দিকে ফোঁটে এই ফুল। রাতের বেলায় চাঁদের আলো, সাথে ঝিঁঝিঁর ডাক আর গন্ধরাজের সৌরভ। ভাবতে পারছেন পরিবেশটা ?? 🤗🤗🤗
আমার মনের এতটাই জায়গা জুড়ে আছে এই ফুলের মায়া, যে প্রিয়তম'র আগমনে গন্ধরাজ চেয়ে বসেছি আনমনে।
আমার ডায়েরির পাতা জানে,
চাইনা গতানুগতিক লাল গোলাপ,
তোমার আগমনী গান বরং একগুচ্ছ গন্ধরাজ হাতেই বাজুক।🤗🤗🤗🤗🤗
I like flowers