2
33
অনেক বন্ধুবান্ধব আছেন যারা প্রায়ই অভিযোগ করেন, 'তারা স্বপ্ন দেখেন না'। আসলে ব্যাপারটা তেমন নয়। তারা স্বপ্ন দেখেন, কিন্তু ভুলে যান, বা মনে করতে পারেন না। স্বপ্ন আসলে কী?
স্বপ্ন তেমন কিছুই নয়। স্বপ্ন, অবচেতন মনের প্রযোজনায় 'বর্তমান', 'নিকট অতীত' ও 'দূর অতীতে' ঘটে যাওয়া ঘটনা ও তার অভিজ্ঞতার আলোকে নির্মিত একটি 'ছোট নাটিকা' বা 'সেগমেন্ট' বলা চলে।।
আসলে স্বপ্ন আমাদের সবার দেখা উচিৎ স্বপ্ন ঘুমের মধ্যে নয় জেগে দেখা উচিত
tnx