হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভাল আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব অজানা কিছু বিষয়।
মানি লন্ডারিং কী?
মানি লন্ডারিং (Money Laundering):
Money শব্দের শাব্দিক অর্থ টাকা। আর Laundering শব্দের অর্থ পরিস্কার করা। একত্রে Money Laundering শব্দের অর্থ হবে টাকা পরিস্কার করা।
পারিভাষিক অর্থেঃ
কোন সম্পৃক্ত অপরাধের সাথে জড়িত অর্থকে বৈধ করার প্রক্রিয়াকে Money Laundering বলে। আমি মনে করি এই বিষয়টা সকলেরই অজানা।
এই প্রক্রিয়ায় অর্থের অবৈধ উৎস গোপন করা হয়। মানি লন্ডারিং হলো অবৈধ বা কালো অর্থকে লেনদেন চক্রের মাধ্যমে বৈধ করা বা স্বচ্ছতাদান করার একটি প্রক্রিয়া।
অন্য কথায় সংগৃহিত অর্থের উৎস গোপন করে হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে উক্ত তহবিলকে পর্যায়ক্রমে বৈধ আয় হিসেবে পরিগণিত করা। অর্থাৎ বিভিন্ন অবৈধ উপায়ে যে সব অর্থ আসছে সেগুলিকে ব্যাংকের মাধ্যমে ডিডি, টিটি, এমটি করে অথবা বিভিন্ন নামে এ্যাকাউন্ট খুলে তা পরবর্তীতে অন্য কোথাও বিনিয়োগের মাধ্যমে বৈধ করার যে প্রক্রিয়া তাকে মানি লন্ডারিং বলে।
//
ব্ল্যাকআউট বোমা কী?
ব্ল্যাকআউট বোমা হচ্ছে এক ধরনের বোমা যা একটি দেশের সমস্ত বৈদ্যুতিক ব্যাবস্থা বিকল করে দেবে। কোন দেশে ওই বোমার বিস্ফোরণে বিকল হয়ে যাবে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি। এর আঘাতে অন্ধকারে ডুবে যাবে সমস্ত দেশ। বিকল হয়ে যাবে পারমাণবিক মিসাইল ছোড়ার সমস্ত কম্পিউটর। ফলে কোনোভাবেই হামলা চালাতে পারবে না পারমাণবিক দেশ গুলো। লড়াইয়ের আগেই হার স্বীকার করতে হবে তাদের।আরে মনটা যদি হয় তাহলে তো সবাই অনেক শক্তিধর হয়ে যাবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, বোমাটির বিস্ফোরণ হলে তা থেকে তৈরি হবে এক ধরনের গ্যাস। ওই গ্যাসে থাকা অন্যান্য পদার্থের সঙ্গে থাকবে গ্রাফাইট, যা বিদ্যুতের তারে বা যন্ত্রপাতিতে শর্ট সার্কিট ঘটিয়ে তা বিকল করে দেবে। তবে কোনো মানুষের মৃত্যু ঘটাবে না ওই গ্যাস। ফলে জনবহুল এলাকাতেও ব্যবহার করা যাবে এই বোমা। কিন্তু বোমা তো বোমাই।আমাদের শরীরের জন্য ক্ষতিকর না হলেও সমাজের জন্য ক্ষতিকর অবশ্যই।আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই এই আর্টিকেলটা ভালোভাবে আপনারা পড়ে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
Please subscribe me.