ছুটির দিন

7 49

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন আমিও অনেক অনেক ভাল আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুটির দিনের কথা। ছুটির দিনটা খুবই আনন্দের একটা দিন। সবকিছুতে যাতে আমরা এক ঘেয়েমি না হয়ে যায় তার জন্য ছুটির ব্যবস্থা। ছুটির দিন একঘেয়েমি কাটিয়ে মানুষের কাজের নতুন প্রেরণা জোগায়। এই দিন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। তবে সব থেকে বেশি পরিকল্পনা হয় ঘুরে বেড়ানোর।

আজ যারা খাদ্য রসিক তারা বাড়িতে অনেক ভালো খাবারের আয়োজন করে। আর স্টুডেন্টদের জন্য ঘুরে বেড়ানো। ছুটির দিনটি ভালোভাবে উপভোগ করতে পারলেই সার্থকতা।

কিন্তু বর্তমানে আমরা মহামারী সময় যে ছুটি কাটাচ্ছি এটা আমাদের সার্থকতা নই। জীবনকে এক নতুন চেতনায় উদ্বুদ্ধ করে ছুটির আনন্দ। ছুটির দিনে আমাদের মনের প্রফুল্লতা রামের আসে এবং জেগে ওঠে আমাদের সারা দেহ।অনেকেই রাশিকৃত কাজ ছুটির দিনের জন্য অবহেলায় ফেলে রাখে। তবে ছুটির দিনে আবার কিছু কিছু মানুষ আছে তাদের ফুটে থাকে না। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদের দেখা যায় অনেক অনেক ফাইল ঝুলিয়ে আনতে হয়। এটা তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়।

আমার আর্টিকেলে আশাকরি আপনারা সকলে লাইক কমেন্ট করবেন।

4
$ 0.00

Comments

ছুটির সময় খুব মজার হয়, যদি সেই সময়টা কে কাজে লাগানো যায়। আপনি খুব সুন্দুর একটি আর্টিকেল লেখেছেন। ধন্যবাদ আপনাকে

$ 0.00
3 years ago

Thanks dear....

$ 0.00
3 years ago

ছুটি খুব আনন্দের একটি বিষয়। কিন্তু অনেক দিন হল ছুটিতে যেতে পারছি না। আল্লাহ তাড়াতাড়ি আমাদের এই মহামারি থেকে মুক্তি করুক যাতে আমরা আবার ছুটি উপভোগ করতে পারি।

$ 0.00
3 years ago

Kano apni ki koren....

$ 0.00
3 years ago

আমি পড়াশুনা করি। কিন্তু করোনা ভাইরাসের জন্য কোথাও ছুটিতে যেতে পারছি না।

$ 0.00
3 years ago

😭😭 same situation

$ 0.00
3 years ago

So sad... We should pray to Allah to get rid of covid 19 from the whole world.

$ 0.00
3 years ago