আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?" (সূরা আত-তীন, আয়াত : ৮)

0 17
Avatar for Anik81
Written by
3 years ago

"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?" (সূরা আত-তীন, আয়াত : ৮)

অর্থাৎ, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না। আর তাঁর সুবিচারের দাবী এই যে - তিনি কিয়ামত সংঘটিত করবেন এবং যাদের উপর দুনিয়ায় যুলুম করা হয়েছে তাদেরকে পূর্ণ বাদলা দিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, "তোমরা জুলুম থেকে বেঁচে থেকো, কেননা জুলুম কেয়ামতের দিন কঠিন অন্ধকার আকার ধারণ করবে।"

- (সহীহ মুসলিম, ৬৭৪১)

আল্লাহ তায়ালা বলেন, "জালেমরা যা করছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবো না, তিনি তাদের ছাড় দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় বড় হয়ে যাবে।" (সূরাহ ইবরাহীম, আয়াত : ৪৩)

অন্য আয়াতে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, "এমনই ছিল তোমার রবের ধরপাকড়-যখন তিনি ধরেছিলেন ওই জালেম বসতিগুলোকে; নিশ্চয়ই তার ধরা অনেক কঠিন যন্ত্রণাময়।"

- (সূরাহ হুদ, আয়াত : ১০২)

1
$ 0.00

Comments