#ব্লাক_ম্যাজিক 👒
একটি ছোট্ট ছেলের জীবন গল্প....
সকাল থেকে খা খা রোদ্দুর। ফ্যানের বাতাসও গরম হয়ে গেছে। ঘরে বাইরে সব জায়গাতেই টিকে থাকা কষ্টকর। আজও সায়েম তাঁর ইলেকট্রিক খেলনা গুলো নিয়ে বসেছে। একটার সাথে আরেকটা তার দিয়ে জোড়া লাগানো। সায়েম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিভাবে তার ছাড়াই একটি অপরটির সংযোগ দেয়া যায়?
উফ্, তার এই ছোট্ট মাথায় এসব কিছুই ঢুকছে না। আপ্রাণ চেষ্টার পরেও ব্যর্থ হলো সায়েম। কিন্তু না সে হাল ছেড়ে দেয়ার পাত্র নয়। আজ না হোক, কাল বা এরপর ..... সে তার ছাড়াই ইলেকট্রনিক ডিভাইসে তথ্য আদান প্রদান করবে। আবার মায়ের সেই ডাক,
-" সায়েম! সায়েম!"
সায়েমের ভ্রু দুটো কুঁচকে গেল। সে তৎক্ষনাৎ খেলনাগুলো সযত্নে রেখে মায়ের কাছে চলল।
গিয়ে দেখলো মা পাঞ্জাবি আর টুপি হাতে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই সায়েমের চোয়াল শক্ত হয়ে গেল। তৎক্ষণাৎ তার হাসিমাখা মুখটিও পাংশু বর্ণ ধারণ করল।মা যে আজ তাঁর সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।
-"এগুলো পড়ে নে বাবা। আজ আর না করিস না, একটা কথা রাখ। আজ অন্তত মক্তবে যা।" মা তাঁকে অনুরোধে সুরে কথা গুলো বললেন।
মায়ের কথায় ছোট্ট সাইমের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তবুও মায়ের শেষ কথাগুলো কেমন যেন মনে লাগলো।অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে নিজের রাগকে দমন করলো সায়েম। হাজারও অনিচ্ছাসত্বেও পা বাড়ালো মক্তবের দিকে। কিন্তু মনে তাঁর একরাশ ঘৃণা ....