Movie Review

0 22
Avatar for Alyssha
4 years ago

যুদ্ধ। এক বিভীষিকাময় অবস্থা, যেখানে জীবন- মৃত্যুর পরীক্ষা দিতে হয়। এমন পরীক্ষায় প্রায় সকলেই সৈনিক হিসেবে অংশগ্রহণ করে। পর শত্রকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানোই যাদের লক্ষ্য। এমনই এক বিভীষিকাময় পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বহাল ছিল। তবে ঐই সময় সকল সৈনিকের মাঝে এক অদ্ভুত নায়কের উদয় ঘটে যিনি সেনাবাহিনী যোগ করেছেন এই বলে যে উনি যুদ্ধে অস্ত্র হাতে নিবেন না। তিনি যুদ্ধে আহত-নিহত সৈনিকদের চিকিৎসার জন্যে রণাঙ্গনে যাবেন, কারো প্রাণ নিতে নয়।

হ্যাঁ, ঠিক ধরেছেন। কথা বলছি, Hacksaw Ridge মুভিটি নিয়ে। Pfc. Desmond T. Dos এর অদ্ভুত সাহসিকতা, যার বলে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রণাঙ্গনে ৭৫ জন আমেরিকান সৈনিকের জীবন বাঁচিয়েছিলেন। এমনকি তিনি একজন শত্রুর জীবনও বাঁচিয়েছিলেন।

■ No Spoiler ■

Movie Name- Hacksaw Ridge (2016)

IMDb rating- 8.1/10

Personal rating- 9.0/10

প্লট নিয়ে কিছু বলার নেই। শুরুতেই বলে দিয়েছি। এই মুভিটি সত্য কাহিনীর উপর নির্মিত যার মুখপাত্র Pfc. Desmond T. Dos ( Andrew Garfield) । মুভিটি অবশ্যই দেখবেন। মুভিটি দেখলে জানতে পারবেন যে যুদ্ধ একজন সৈনিকের জীবকে কিভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। পাশাপাশি, একজন সৈনিকের জীবনে ভালোবাসাকে উপভোগ করা যে কত কষ্টসাধ্য তাও দেখতে পাবেন।

মুভিটি বক্স অফিসে ১৮০ মিলিয়ন ইউএস ডলার ইনকাম করেছে। পাশাপাশি মুভিটি The Screen Actors Guild Award for Outstanding Performance by a Stunt Ensemble in a Motion Picture পুরস্কার অর্জন করে। তাছাড়া ৪টি অস্কার নমিনেশন অর্জন করেছে।

তাই দেরি না করে মুভিটি দেখে ফেলুন। আশা করি, মুভিটিকে আপনিও ভালোবেসে ফেলবেন। ধন্যবাদ।


1
$ 0.00
Avatar for Alyssha
4 years ago

Comments