হটাৎ করে যদি চাঁদ হারিয়ে যায়। অথবা একটা সময় পর চাঁদ হারিয়ে যাবে। তখন কি কি সমস্যার মুখোমুখি হতে হবে?
১)প্রথম ও সবার আগে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে রাতের বেলায়।রাতের বেলা তখন অবিশ্বাস্য অন্ধকার হবে।কারণ চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করত,যা আমাদের রাতের বেলা কাজে লাগত।বিজ্ঞানীরা বলেন যে, যদি মানবসৃষ্ট আলো না থাকত,তাহলে আমাদের রাতগুলো এত অন্ধকার হত যে,আমরা মুখের সামনে হাত নিয়ে আসলে সেটিও দেখতে পারতাম না।
সুতরাং সভ্যতার কল্যাণে হয়ত আমদের তেমম সমস্যা হতো না।
২)শুধু যে রাতের পরিবর্তন হবে তা কিন্তু না।দিনেরও পরিবর্তন হবে।আপনারা যারা আমার আগের পোস্ট পড়েছেন , তারা জানেন যে চাঁদ পৃথিবীর ঘূর্ণন গতিকে বাঁধা দেয়।পৃথিবী যেমন চাঁদকে আকর্ষণ করে,চাঁদ ও তেমন পৃথিবীকে আকর্ষণ করে।যার ফলে পৃথিবীর ঘূর্ণন কমে যায়।এখন যদি চাঁদ না থাকত তাহলে আমাদের পৃথিবী জোরে ঘুরত।ফলস্বরূপ, আমাদের দিন ২৪ ঘন্টার পরিবর্তে ৬ থেকে ১২ ঘন্টার মধ্যে হত।তাহলে আমাদের বছর ৩৬৫ দিনের পরিবর্তে ১০০০ থেকে বেশি দিনের হতো।
৩)আবার এই চাঁদের আকর্ষনের ফলে জোয়ার ভাটার বিশাল পরিবর্তন আসত। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন যে,চাঁদ না থাকলে এখনকার জোয়ারের প্রায় ৩ গুন কমে যেত।কারণ তখন জোয়ার ভাটাতে শুধু সূর্যের প্রভাব থাকত।যেটি তুলনামূলক ভাবে অনেক দূর্বল দূরত্বের কারণ।
৪)পৃথিবীর ঘূর্ণন গতি পরিবর্তনের সাথে আমাদের আবহাওয়ার ও অনেক পরিবর্তন হবে।যেহেতু চাঁদ পৃথিবীর rotational speed কে কম করেছে, তাহলে এটি বাতাসের প্রবাহকেও প্রভাবিত করবে।আমরা দেখব যে অনেক জোরে বাতাস প্রবাহিত হচ্ছে।অর্থাৎ আমরা পুরা ঋতুর পরিবর্তন দেখতে পাব।এভাবে পৃথিবী হেলে থাকার ওপরও চাঁদের প্রভাব আছে। এখন পৃথিবী ২৩.৫ ডিগ্রি হেলে আছে। এই হেলে থাকার ফলে মূলত বিভিন্ন ঋতুর তৈরী হয় এবং পরিবর্তন হয়।চাঁদের gravitational pull না থাকলে হেলে থাকার পরিমাণ বেড়ে যাবে এবং আমরা হয়ত কোনো ঋতু দেখতে পারতাম না।
তাই বলা যায় চাঁদ হারিয়ে গেলে বা না থাকলে, এটি আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে।আমাদের দিনের দৈর্ঘ্যের পরিবর্তন,সমুদ্রের পরিবর্তন, বায়ুর পরিবর্তন,ঋতু না থাকা ইত্যাদি। অর্থাৎ পুরো পৃথিবী ওলট-পালট হয়ে যাবে।