#সতর্কতা_মূলক_পোস্ট
কম-বেশি এখন সকলের হাতেই স্মার্ট ফোন আছে। তাই প্রতিটি মেয়েকেই বলবো তদের ফোনের SOS সিস্টেমটা চালু রাখতে। কারন বিপদ কখনো বলে আসে না।
3 টি টিপস অবশ্যই follow করবে মেয়েরা.
🕳️1. Mobile এর SOS option on করে রাখবে.
🕳️2. ব্যাগে পেপার স্প্রে ও ছুরি রাখবে.
🕳️3. ড্রেস এর সাথে অর্থাৎ হাতের নাগালে অবশ্যই extra সেফটি পিন, হিজাব পিন লাগিয়ে রাখবে.
এবার আসি ডিটেইলস পদ্ধতিতে.
🕳️1. Mobile এর SOS option on করে রাখবে কিভাবে?
🗯️কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনি কীভাবে পুলিশ কিংবা আপনার পরিচিতদের সাথে যোগাযোগ করবেন ?
🗯️ চরম বিপদের মূহুর্তেও তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য জার্মান সরকার এমনই একটি (SOS) সিস্টেম চালু করেছেন যেখানে সমুদ্রে কোনো জাহাজ বিপদের সম্মুখীন হলে তাৎক্ষণিক স্টেশনে সিগন্যাল পাঠাতে পারে যার পূর্ণরূপ হচ্ছে SOS- Save Our Soul/Save Our Ship.
এই সিস্টেমের উন্নতির ফলে মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে এটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইফোনেও (SOS Message ) নামে সংযুক্ত করা হয়েছে যা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে ।
🌿উপকার🌿
এটি অন করে রাখলে আপনি যেকোনো মূহুর্তে আক্রমনের শিকার হলে আক্রমণকারীর অগোচরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৪ জনের সাথে (একই সঙ্গে আপনার ৫ সেকেন্ডের ভয়েস, দুটি ছবি এবং আপনার লোকেশন ) শেয়ার করতে পারবেন । এগুলো শেয়ার করার জন্য আপনার ফোন আনলক,ডাটা/ওয়াইফাই,লোকেশন এমনকি ফোনের স্ক্রিনও অন করতে হবে না, কারণ বিপদের সময় এতকিছু করার সময় পাবেন না, সময় পেলেও আক্রমণকারী আপনাকে ফোন ব্যবহার করতে দিবে না , শুধুমাত্র আপনার ফোনের পাওয়ার বাটন একসঙ্গে পরপর পাঁচবার(৫) চাপলে ৩০ থেকে ৪৫ সেকেন্ডর মধ্যে SOS মেসেজের প্রক্রিয়া শুরু হবে ( স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনা আপনি ডাটা,ওয়াইফাই,লোকেশন,ক্যামেরা,মাইক্রোফোন অন হয়ে যাবে ) এবং ১ মিনিটের মধ্যে ভয়েস, আপনার লোকেশন, ছবিসহ মেসেজ চারজনের কাছে চলে যাবে ।এজন্য আপনাকে কোনো অ্যাপস কিংবা কোনো একাউন্ট খুলতে হবে না, এই সিস্টেমটি আপনার ফোনেই পাবেন, শুধুমাত্র অন করে চারজনের মোবাইল নাম্বার সেট করে রাখলেই হবে.
🌿পদ্ধতি🌿
SOS Message চালু করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে SOS লিখে সার্চ দিন এবং এরপর ক্লিক করলে চিত্রের মত তিনটি অপশন পাবেন সেগুলো অন করে রাখুন এবং সর্বোচ্চ চারজনের নাম্বার যুক্ত করুন ,তাহলেই হয়ে যাবে ।মোবাইল নাম্বার হিসেবে রাখতে পারেন আপনার নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার, এবং যেকোনো সময়ে আপনার কাছে পৌঁছাতে পারবে এমন তিনজন ব্যক্তির নাম্বার ।
বাইরে বের হওয়ার আগে অবশ্যই মিনিমাম ১টি SMS,MMS পাঠানো যায় এমন পর্যাপ্ত ব্যালেন্স রাখুন ।🙂
🕳️2. বাসায় পেপার স্প্রে বানানোর পদ্ধতি.
🌿উপকার 🌿
পেপার স্প্রে/ মরিচ স্প্রে ব্যবহারে একবার চেপেই আপনি অনায়াসেই ১০/১২ জনকেও কাবু করতে পারবেন। খুবই কার্যকর একটা অস্ত্র হতে পারে একটি মেয়ের নিরাপত্তার জন্য। দোকানে বা অনলাইনে কিনে নিতে পারেন অথবা ঘরেও বানিয়ে নিতে পারেন।
🌿প্রস্তুত প্রণালী🌿
❣️স্প্রে বোতল (online এর বিভিন্ন পেইজ এ পাওয়া যাচ্ছে)
❣️ ৪ টেবিল চামচ মরিচের গুঁড়া
❣️রাবিং অ্যালকোহল
❣️২ টেবিল চামচ বেবি অয়েল
❣️ লেবু বা লিকুইড সোপ
সবগুলো উপকরণ একসাথে একটি পাত্রে নিয়ে মিশিয়ে ঝাঁকান। সারারাত রেখে দিন। পরের দিন ছেঁকে স্প্রে বোতলে রসটা নিন। তৈরি হয়ে গেল আপনার নিজের বানানো পেপার স্প্রে।
Note: রেবিং এলকোহল, এটা যে কোনো ফার্মেসি তে পাবেন। পানির মত লিকুইড। এটা অচেতন হবার কাজ করে। এটা বিশেষ করে অপারেশন এ ব্যাবহার হয় অচেতন করার জন্য.
( অবস্থা কন্ট্রোল এর বাহিরে না গেলে ছুরি বের করার প্রয়োজন নেই)
আগে নিজে সাবধান থাকুন, সাহসী হোন, বুদ্ধি নিয়ে চলুন. বাকি আল্লাহ এর ইচ্ছা.আল্লাহ্ চাইলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না.
ইনশাআল্লাহ্. 🙂