মেথাম্ফেটামাইণ / ক্রিষ্টাল মেইথ / ইয়াবা

0 4
Avatar for Alsha
Written by
4 years ago

মেথাম্ফেটামাইণ / ক্রিষ্টাল মেইথ / ইয়াবা

——————————————————

মাদক ইয়াবা ( মেথাম্ফেটামাইন) এখন বাংলাদেশের সর্বত্র সহজলভ্য এক মাদকের পিল হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে ৷

একটা সময় ছিল ইয়াবা পিল মানেই উচ্চ বিত্তের নেশা ! ১৯৯৭ সালেই মুলত ইয়াবা এ দেশে তার প্রথম যাত্রা শুরু করে গুলশান , বনানীর মতো উচ্চ বিত্ত সম্পন্ন মানুষের বসবাস যেথায় , সেখানকার ক্লাব , নাইট ক্লাব ও ঘরোয়া সারারাত ব্যাপী অনুষ্ঠান গুলোতে৷ তখন থাইল্যাণ্ড থেকে আসা নীল রং য়ের ইয়াবা পিল প্রতিটি ২০০০—২৫০০ টাকা য় বিক্রি হতো ৷পরবর্তীতে ২০০০ সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মায়াণমার থেকে ইয়াবা আসতে শুরূ করে ৷ যা এখনও বিদ্যমান এবং পর্যায়ক্রমে ইয়াবা সাধারন মাদকসেবী দের ক্রয় ক্ষমতার মধ্যে এসে পরে ৷

————————— ইয়াবা মূলত Methamphetamine ও Cafeine এর সংমিশ্রনে তৈরী এক ধরনের ছোট পিল ,সাধারণত লাল , লাল গোলাপী ,ঈষৎ গোলাপী , কমলা রং য়ের হয়ে থাকে ৷এটি সাধারণত ধাতব ফয়েলে পুড়িয়ে ধোঁয়া হিসেবে সেবন করা হয়ে থাকে ৷ প্রকারভেদে এর মূল্য ১০০ থেকে ২০০ (ছোট ইয়াবা ) ,২৫০ থেকে ৪০০ (বড় ইয়াবা) এ দেশে বেশী

প্রচলিত ৷

প্রথম দিকে ইয়াবা যৌণ উত্তেজক পিল হিসেবে বাজারে পরিচিতি লাভ করলেও এর দীর্ঘ ব্যাবহারে যৌণ ক্ষমতা হ্রাস পাবার সম্ভাবনা বেশী ৷সাময়িক উদ্দীপনা জাগানোর ক্ষেত্রে ইয়াবা কার্যকরী হলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া হেরোইনের চেয়েও মারাত্মক ! নিয়মিত সেবনে নিদ্রাহীনতা , ক্ষুধা মন্দা ,খিচুনী ,ফুসফুস ও কিডনীর জটিলতা ,অনিয়মিত কিবা দ্রূতগতির পালস সমস্যা , শারীরিক তাপমাত্রা বৃদ্ধি ,স্মৃতি শক্তির দূর্বলতা , হার্টের ইনফেকশণ সহ মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্য দিয়ে রক্তনালী ছিড়ে মৃতু মুখে পতিত হওয়ার সম্ভাবনা বেশী ৷চরম ইয়াবি সেবীদের ক্ষেত্রে ,হতাশা জনিত নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং হ্যালূসিয়েশণ ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়া স্বাভাবিক ব্যাপার ,এ ক্ষেত্রে দৃষ্টি বিভ্রমতা ,গায়েবী শব্দ শোনা সহ সন্দেহ প্রবণতা বৃদ্ধি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রিয় হয়ে থাকে ৷

————————————

ইয়াবার ভয়াল আক্রমন রোধে সচেতন হোন !

আপনার সন্তান দের প্রতি দৃষ্টি রাখুন , সে কোথায় যায় কার সাথে মিশছে !

1
$ 0.00

Comments