ইসমে আযম#
১ [ যে দুয়া পড়ে দুয়া করলে অবশ্যই কবুল হয় ]
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দু’আ করছে যার ওয়াসীলায় দু’আ করা হলে আল্লাহ তা’আলা কবুল করেন এবং যার ওয়াসীলায় যাঞ্চা করা হলে তিনি দান করেন।
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللّٰهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্ল-হু লা ইলা-হা ইল্লা আনতাল আহাদুস সমাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউ-লাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
অর্থঃ হে আল্লাহ আমি তোমার কাছে এই মর্মে সাক্ষ্য দিয়ে প্রার্থনা করছি যে, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোন ইলাহ নেই যিনি একক ও অদ্বিতীয়, অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি এবং তাঁর সমতুল্য কেউই নেই
[ তিরমিজি ৩৪৭৫ ]