এক চাঁদের কত রূপ

0 9
Avatar for Alsha
Written by
4 years ago

এক চাঁদের কত রূপ

---------------এক চাঁদের কত রূপ------------

আমরা এখন চাঁদ সূর্যের নানা রকম ঘটনার কথা শুনে থাকি । অনেকেই জানি না এগুলো কী । সে সম্পর্কেই আজ বলব ।

সুপার মুন:

চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সাথে বেরিকেন্দ্র তৈরি করে আবর্তন করে । বেরিকেন্দ্রটা পৃথিবী পৃষ্ঠ থেকে ১,৭৭১ কি.মি. গভীরে আছে । তাই পৃথিবীর সব জায়গা থেকে চাঁদের দূরত্ব কখনোই সমান হয় না । বছরের কোনো এক পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে চাঁদ ঐ বছরে সমস্ত পূর্ণিমা বা অমাবস্যার তুলনায় সবচেয়ে কাছে থাকলে তাকে সুপারমুন বলে । বছরের একটা দিনই এমন হয় । কারণ প্রতি ১৩ মাস অন্তর চাঁদ এমন দূরত্বে আসে । পৃথিবীর নিকটতম অবস্থানকে জ্যোতির্বিজ্ঞান

পেরিজি বলে, আর এই ঘটনাকে বলে পেরিজি মুন । সুপারমুন নামটা আকাশপ্রেমীদের দেওয়া । পেরিজি মুনের অমাবস্যায় যদি সূর্যগ্রহণ হয় তবে তা পূর্ণগ্রাস হবে কারণ চাঁদ কাছে থাকায় সূর্য চাঁদের পেছনে পুরোটা ঢাকা পড়বে । এ সময় চাঁদ তার গড় দূরত্ব (৩,৮৪,৩৯৯ কি.মি.) থেকে ২৭,০০০ কি.মি. কাছে চলে আসে । ঘটনার নাম সুপারমুন হবার কারণ হলো পূর্ণিমার সুপারমুন সাধারণ অবস্থার চেয়ে ১৪% বেশি বড় ও ৩০% বেশি উজ্জ্বল হয় । গত বছর ১৪ নভেম্বর যে সুপারমুন হয়েছিল তাতে চাঁদ বিগত ৮০ বছরের মধ্যে সবচেয়ে কাছে ছিল । এই শতাব্দীতে সবচেয়ে কাছে আসবে ২০৫২ সালের ৬ ডিসেম্বর । গত বছর নভেম্বরের পর পরবর্তী সুপারমুন হবে ২০১৮ সালের ২ জানুয়ারি ঠিক ১৩ মাস পর ।

মিনি মুন:

সুপারমুনের বিপরীত । চাঁদ দূরে থাকবে । জ্যোতির্বিজ্ঞানের ভাষায় অ্যাপোজি মুন । মিনিমুনের অমাবস্যায় যদি সূর্যগ্রহণ হলে তা বলয়গ্রাস হবে ।

ব্লু মুন:

মানে নীল চাঁদ হলেও ব্যাপার ভিন্ন মুন ক্যালেন্ডার বা চন্দ্রপঞ্জিকা লক্ষ্য করলে দেখা যাবে ইংরেজি বছরে একটা মাসে একটাই পূর্ণিমা হয় । সে অনুযায়ী দু মাসে বা এক ঋতুতে দুটো পূর্ণিমা হয় । কিন্তু একমাসে দুটো পূর্ণিমা বা এক ঋতুতে তিনটা পূর্ণিমা অসম্ভব নয় । এ ঘটনা বিরল । বছরে এক বা দুই বার হয় । একই মাসের দুই পূর্ণিমার দ্বিতীয়টি বা একই ঋতুর তিন পূর্ণিমার তৃতীয়টিকে ব্লুমুন বলে । ২০১৮ সালে দুটো ব্লুমুন হবে । ২০১৮ সালের ২ জানুয়ারির পূর্ণিমা হলো সুপারমুন আর ৩১ জানুয়ারির পূর্ণিমা ব্লুমুন আর সেই সাথে এই ব্লুমুনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ।

ব্ল্যাক মুন:

কালো চাঁদ বা কৃষ্ণচন্দ্র হলেও ব্যাপার ব্লুমুনের মতো । একই মাসে দুই অমাবস্যার দ্বিতীয়টা বা একই ঋতুর তিন অমাবস্যার তৃতীয়টিকে ব্ল্যাকমুন বলে । ২০১৪ সালে দুটো ব্ল্যাক মুন হয়েছে ।

হার্বেস্ট মুন:

এটা শুধু পূর্ণিমার ক্ষেত্রে প্রযোজ্য । সেপ্টেম্বর মাসের দিনগুলোতে দিন রাত মোটামুটি সমান থাকে । তাই এই মাসের পূর্ণিমায় চাঁদ উঠে যাওয়ার পরও পশ্চিমে অস্তমান সূর্য দেখা যায় । আকাশে একই সাথে সূর্য ও পূর্ণচন্দ্রের উপস্থিতিকে হার্ভেস্ট ফুলমুন বলে । এ সময় চন্দ্রোদয় বা চাঁদ উঠার সময় এবং সূর্য ডোবার সময় অনেক কাছাকাছি হয়।

ব্লাড মুন:

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।চন্দ্রগ্রহণ এর সময় পৃথিবী চাদের উপর পড়া সূর্যের সমস্ত আলো ব্লক করে দেয়,,, একমাত্র আলো যা চন্দ্রের উপর পড়ে তা হলো পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত আলো!! আর এই আলোর রং লালচে হয়ে থাকে!! তাই অনেক সময় আমরা এই চন্দ্রগ্রহনের সময় চন্দ্রকে ব্লাড মুন বলে থাকি!!!

এছাড়াও আরো কয়েকটি চাঁদ দেখা যায় যারা একাধিক বৈশিষ্ট্য বহন করে। এর মধ্যে একটি হলো :-

সুপার ব্ল ব্লাড মুন:

একই মাসে দ্বিতীয় বার পূর্ণিমা হওয়ায় চাদের একটি নাম ব্লু-মুন।

আবার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি চলে আসায় চাঁদ সুপার মুন হবে, যার উজ্জ্বলতা বেশ খানিকটা বেশি হবে। স্বাভাবিক অবস্থা থেকে আজ চাঁদ প্রায় ৭ ভাগ পর্যন্ত বেশি বড় আর ১৫ ভাগ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যাবে।

আর সেই সঙ্গে সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় চলে আসায় হবে পূর্ণ চন্দ্রগ্রহণ।এবং পৃথিবীর বায়ুমণ্ডল থেকে আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হওয়ায় চাঁদ লালচে দেখাবে। যা, ব্লাডমুনের মত হবে।

সর্বশেষ এরকম একই সঙ্গে 'সুপার ব্লু ব্লাড মুন' হয়েছিল ১৮৬৬ সালের ৩১শে মার্চ।

Sponsors of Alsha
empty
empty
empty

1
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Avatar for Alsha
Written by
4 years ago

Comments