“ ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ”
"ধর্ষণ "শব্দটা যেন আমাদের জীবনের সাথে রোজকার দিনের মত জড়িয়ে গিয়েছে।সকালে উঠে নিউজপেপার খুললে রোজ একটা না একটা নিউজ পাবেনই,সোশ্যাল মিডিয়ায় যান,সেখানেও পাবেন আজ এখানে কিশোরী ধর্ষণ কাল ওখানে গৃহবধূ ধর্ষণ। আর ধর্ষণ কারী কারা?হয়তো কারো ছেলে,কারো ভাই আবার কারো স্বামী।কখনো তারা ক্ষমতাসীন দলের লোক আবার কখনো বিরোধী দলের লোক।ধর্ষক যেই হোক আম���দের কাছে তার একমাত্র পরিচয় সে ধর্ষণ কারী।কোন নারী,কোন শিশুর স্বপ্নের হত্যাকারী।কিন্তু এই ধর্ষণ এর কি কোন সাজা নেই?এমন কি কোন দিন আসবে না?যেদিন আমাদের ঘরের মা বোনেরা নিশ্চিন্তে ঘরের বাইরে বের হতে পারবে?আজ নারীর নিরাপত্তা কোথায়?ঘরে থেকেও কি রেহাই আছে?কঠোর পর্দাও কি বাঁচাতে পারছে আমাদের ওই জানোয়ার গুলোর হাত থেকে?পারছেনা।এর পরের মুহুর্তে যে আপনার বোন,আপনার প্রেমিকা,আপনার স্ত্রী সুরক্ষিত থাকবেন এই নিশ্চয়তা কি দিতে পারবেন কেউ?
পারবেন না।আমরা কেউই পারবেনা।কিন্তু এর সমাধান কোথায়?এর সমাধান হতে পারে ধর্ষণকারীদে কঠোরতম শাস্তি প্রদান এর মাধ্যমে।
হ্যা আমরা জানি একদিনে হয়তো আমরা পরিবর্তন আনতে পারব না।কিন্তু এগিয়ে এসে দেখুন না একবার,যদি নিজের ঘরের বোন টাকে সুরক্ষা দিতে পারেন।
সমসাময়িক ধর্ষণ এবং নারীর নিরাপত্তা প্রশ্নে #Project_WE এর আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে আমাদের প্রতিবাদ!
NO_MORE_RAPE
Nice