মুম্বই: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হল রিয়া চক্রবর্তী। মঙ্গলবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে তাকে।
আগেই মাদক যোগ নিয়ে গ্রফতার করা হয়েছিল তিনজনকে। এবার সেই তালিকায় নাম জুড়ল রিয়ার। তিনজনের সঙ্গেই তাকেও আদালতে পেশ করা হবে বলা জানা যাচ্ছে। নারকোটিকসের পক্ষ থেকে আর্জি রাখা হবে তাদের চারজনের পুলিশই হেফাজতের জন্য।
- Advertisement -
রিয়া সহ চারজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। সম্ভবত রিয়াকে বাকি তিনজনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আগামী দিনে। প্রয়োজনে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও হতে পারে তদন্তের জন্য। তবে পুরো তদন্ত করে পর্দা ফাঁস করতে রিয়াকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রিয়ার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ সুশান্তের দিদির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিনেতার দুই বোনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন রিয়া। জানা গিয়েছে, বান্দ্রা থানায় সুশান্ত সিং রাজপুতের দুই দিদি মিতু সিং এবং প্রিয়াঙ্কা সিং ও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন রিয়া।
অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন, রিয়া তাঁর অভিযোগ বলেছেন, “বেআইনি ভাবে জাল প্রেসক্রিপশনের সাহায্যে দিদিদের দেওয়া ভুল ওষুধ দেওয়ার ফলেই ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। তাঁকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তদন্তকারী আধিকারিক এবং ঈশ্বরের কাছে অবশ্যই সুশান্তের দিদিদের জবাব দিতে হবে।”
Good Towfic