করোনাকি আদৌ যাচ্ছে চিরতরে

0 8
Avatar for AlEmran
3 years ago

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পরও শারীরিক সমস্যা থেকে যাচ্ছে অনেকের। মৃত্যুও হচ্ছে। সংক্রমিত ব্যক্তি ও সংক্রমণ হয়নি এমন ব্যক্তিদের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সংক্রমণ থেকে বেঁচে যাওয়াদের মধ্যে মৃত্যু বেশি ৬০ শতাংশ।

করোনা–পরবর্তী শারীরিক সমস্যা ও জটিলতা নিয়ে এই গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকেরা। গবেষণায় ৮৭ হাজার কোভিড-১৯ আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকেরা এসব তথ্য যুক্তরাষ্ট্রের ৫০ লাখ সাধারণ মানুষের তথ্যের সঙ্গে তুলনা করেছেন। ২২ এপ্রিল এ নিয়ে বিজ্ঞান সাময়িকী নেচার-এ একটি বৈজ্ঞানিক প্রবন্ধ ছাপা হয়েছে।

গবেষকেরা বলছেন, এটা স্পষ্ট হয়ে উঠছে যে করোনার প্রাথমিক সংক্রমণ থেকে সেরে ওঠার পর নানা ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। করোনায় আক্রান্ত হলেও অনেকের হাসপাতালে থেকে চিকিৎসা করার প্রয়োজন হয়নি। ছয় মাস পর দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে মৃত্যুঝুঁকি বেশি। গবেষকেরা করোনার সঙ্গে সম্পর্কিত আরও বেশ কিছু রোগ শনাক্ত করেছেন। এতে করোনার দীর্ঘ মেয়াদি জটিলতার একটি চিত্র পাওয়া যায়। আগামী বছরগুলোতে বৈশ্বিক জনসংখ্যার ওপর রোগের বড় ধরনের বোঝা চেপে বসবে বলে আশঙ্কা করছেন তাঁরা।

-1
$ 0.00
Avatar for AlEmran
3 years ago

Comments