ভালোবাসা ,ভালোবাসা,ভালোবাসা - একটু অন্য রকম ভাবে দেখলে মনে হবে আমরা যেন এক ভালোবাসার সুমদ্রে বাস করছি ।কিন্তু সত্যি কথা বলতে কি এই অতল সমুদ্রে প্রকৃত ভালোবাসা মেলা খুব ভাগ্যের ব্যাপার ।
I Love You এই কথা টা বলা যতটা সহজ ,আমি তোমাকে ভালোবাসি এটা বলা ততটা কঠিন ।কারণ ভালোবাসি কথাটির মধ্যে কোথায় একটা সত্যতা লুকিয়ে থাকে ।
অনেকের মতে জীবনের প্রথম ভালোবাসা হলো আদর্শ ।হঠাৎ করে কাউকে দেখলে আর ভালোবেসে ফেললে এটা ভালোবাসা না ,ভালোলাগা মাত্র। কারণ তুমি একটু ভেবে দেখলেই বুঝতে পারবে তোমার জীবনে তখন এত ব্যস্ততা ,এত সমস্যা ছিল না ।তুমি তখনও জীবনের কঠিন বাস্তব কে বোঝো নি । এটা তোমার প্রকৃত ভালোবাসা নয় ,আবেগ মাত্র ।
হয়তো তোমরা পরস্পর কে খুব ভালোবাসো । কিন্তু এটাই প্রকৃত নয়,তুমি যখন তার কিছু খারাপ দিক জেনে উ তাকে ছেড়ে না দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে "আমি তো আছি তোমার জীবন থেকে সব খারাপ কে সরিয়ে দেবার জন্যে " তখনই তোমাদের ভালোবাসা হবে সার্থক ।
অনেকেই বলে আমি তাকে ভালবাসতাম ,"ভালবাসতাম" । মানে সে বদলে গেছে বলে তোমার ও ভালোবাসা বদলে গেছে । তাহলে বুঝবে তোমার ভালোবাসা ছিল কোনো স্বার্থের জন্য । হয়তো সে মানছে না ,তার জন্যে পাগল না হয়ে একটু দূর থেকে তাকে ভালোবাসো না ,তবে ই ত তো তোমার ভালোবাসা প্রকৃত ।
হতে পারে কোনো কারণে তোমাদের ছাড়া ছাড়ি হয়ে গেছে , হয়তো দোষ তার ই ছিল । সে তোমার জন্য যখন কষ্ট পাচ্ছে । যতক্ষণ তোমার মনে হবে এটা তার আবেগ ততক্ষণ এটা শুধু ভালোবাসা কিন্তু যখন মনে হবে তবে কি দোষ আমার ই ছিল তখন তোমার ভালোবাসা টা প্রকৃত ।
যে তোমার দুঃখের দিনে তোমার পাশে দাড়িয়ে বলবে"ভয় কিসের আমি তো আছি" সেই তোমার প্রকৃত ভালোবাসা আবার ,আনন্দের দিন যার কথা মনে পরলে মনা হবে সে থাকলে হয়তো আমার জীবন টা অন্য রকম হতো সেই তোমার প্রকৃত ভালোবাসা ।
তার অভাব কিছু তেই মেটানো যায় না । তোমার সামনে তার থেকে অনেক ভালো অপশন থাকবে কিন্তু তোমার মন তাকে ই চাইবে । হ্যা এটাই ভালোবাসা । না হলে হাজার হাজার শ্রমিক শুধু মাত্র একজনের জন্য তাজমহল বানাতো না ।
[Collected]