তাহলে কি ঢাকায় কুকুর থাকবে না❓

5 18
Avatar for Akram1978
4 years ago

মানববন্ধন হচ্ছে কুকুর নিধনের জন্য! ঢাকা থেকে ত্রিশ হাজার কুকুর নিধনের পরিকল্পনা করা হয়েছে।

আপনি একজন বাইকার! আপনার কুকুরের জন্য বাইক চালাতে সমস্যা হয়! আরে ভাই আমিও একজন বাইকার, আজ পর্যন্ত আমার সামনে কখনো কুকুর পরে নাই কিন্তু মানুষ ঠিকি পরেছে! এখন তাহলে কি করা উচিত?!জানি এর উত্তর নেই

কুকুরের কামড়ে আপনার ভাই মারা গেছে! এমন কেস এই প্রথম শুনলাম এই দেশে! টেলিভিশনে হেডলাইন দেখেন তো?! আমিতো যখন দেখি তখনই চোখে পড়ে অমক জায়গায় লাশ পাওয়া গেছে, তমক জায়গায় লাশ পাওয়া গেছে! সবই এই বেওয়ারিশ কুকুর গুলো করে তাইনা?

রাতে নাকি কুকুরের ডাকাডাকিতে ঘুমাতে পারেন না! একবারও কি গিয়ে দেখেছেন কি জন্য ওরা ডাকাডাকি করতেছে? ওদের একবেলা খোজ নিয়েছেন যে একবেলা খেলো কিনা! ছোট বেলায় আপনার ক্ষুধা লাগলে মা মা করে কিন্তু ডাকাডাকি করতেন,তাহলে কি আপনাকেও....!!হাহা নিজের বেলায় চুপ! তাহলে আপনারও কোনো অধিকার নেই ওদের নিধন করার।

কুকুরের জন্য নাকি চলতে পারেন না!ভয় পান!তাই কুকুর নিধনে সাপোর্ট দিচ্ছেন! আচ্ছা আমার মা বোন তো রাস্তায় বের হলে মানুষ রূপের প্রানীর ভয়ে ভয়ে রাস্তায় চলে,তাহলে কি...!!হাহা এইবারও আপনি চুপ

তবে আমার কাছে কুকুর নিয়ে কোনো ভয় নেই, ভয় আছে মানুষ নিয়ে।পৃথিবীর অশান্তির কারণ এই মানুষ! খুনোখুনি এখন ট্রেন্ড হয়ে গেছে।তাহলে কি মানুষও নিধন করা উচিত নয়?

প্রতিনিয়ত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তাহলে বাস বন্ধ করেন। মানুষ মানুষকে মারছে তাহলে মানুষ নিধন করেন। পানিতে পরে মানুষ মরছে তাহলে জলাশয় ভরাট করে ফেলেন। আগুনে পুরে মানুষ মরছে তাহলে আগুনের ব্যবহার বন্ধ করেন। যদি এইগুলো না পারেন তাবে কুকুর নিধন করতে পারেন না!!

আচ্ছা কখনো কি এই কুকুর গুলোকে ভালোবাসার চেষ্টা করেছেন? করলে হয়তো ওদের মারার কথা চিন্তাও করতে পারতেন না। শুধু একবার একটা রুটি দেন, দেখবেন একমাস পরও আপনাকে দেখে দৌড়ে এসেছে। দেখবেন জীবনে অনেক বন্ধুকে খাইয়েছেন যারা এখন আপনাকে দেখলে উল্টো দৌড়ে পালায়!

আপনার অবশ্যই মনে রাখা উচিত সৃষ্টিকর্তা পৃথিবী আপনার একার জন্য বানায় নাই। পৃথিবীতে প্রতিটা প্রানীর বাঁচার অধিকার আছে ঠিক আপনি যেভাবে বেঁচে আছেন। ওরা কথা বলতে পারেনা বলে কি ব্যাথা পায়না? ওরাও আপনার মতো ব্যাথা অনুভব করে কিন্তু বলতে পারেনা। ওদেরও পরিবার আছে। একবার বোবা প্রানীর ভাষা বুঝতে চেষ্টা করুন, দেখবেন নতুন একটা পৃথিবী খুজে পাবেন। কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে। আপনার যদি তাদের নিয়ে এতো সমস্যা থেকেই থাকে তাহলে কুকুর ধরে ধরে ভ্যাক্সিন দেন কিন্তু মারার অধিকার আপনার নেই।

বোবা প্রাণীর রক্তে নিজের হাত ভিজাইয়েন না, আপনার মৃত্যুর পর এর হিসাব ঠিকি উপরওয়ালাকে দিতে হবে। একদিনতো মরতে হবেই!

2
$ 0.04
$ 0.03 from @Jihan
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Akram1978
4 years ago

Comments

vhai. desher obsta khub kharap. ami nijer elakai 6 ta kukur samlai. amar id te deikhen post o korchi oder niye. Kukur asole bhai shudhu shudhu kamrai na. ami baiir hyle 6 ta cheke dhore. jibon e ekta dat o bosai ni. ar onno manush dhil marbe ar kukur kamralei dosh😑😑😑ar ekhn sob kukur ar kukur premi der😑😑

$ 0.00
4 years ago

হুম, আমারও কুকুর দেখলে অনেক মায়া লাগে। বিশেষত এই জন্য যে, তাদেরকে আমি ক্ষুধার্ত অবস্থায় একটুকরা রুটি দিলে, তারা আজীবন সেটার শোকরগুজার থাকে। মানুষের মধ্যে এমনকি নিজের আপন ভাইয়ের মধ্যেও এই গুন পাওয়া যায় না। আমি নেটে এমনও কিছু ভিডিও দেখেছি, যা ভাষায় প্রকাশ করার বাইরে। দেখলেই কান্না চলে আসে।😢😢 তারা যে তাদের মালিকের প্রতি কতটা অনুরাগী, তা আমাদের পক্ষে বলে বোঝানো সম্ভব না।💖💖💖 এই কথাগুলো যদি, নির্বোধদেরকে বোঝানো যেত.....!!!!!😔😔

$ 0.00
4 years ago

Vhai, apni post hula english e den. Try koren and kisu cent khoroch hyleo boost den. Aste aste attention paben. Onk user. Attention pawa khub kothin. Boost dile Home e samne ase.

ami nijei jani. amare dekhle 6 ta kukur ki je kore. Ekta sish dile koi tekhe ure chole ase tuk kore. jto khon elaka na chrbo..sthe sthe jabe, agai diye asbe. Onk mayabi ekta prani. Kivabe manush mare. Kisu din age amar elakar ekta kukur re motorcycle chapa diche. Try korchi treatment dewar, bachaite pari nai. post korchilm. paben. Khub kharap lgchilo vhai. kosto lage evabe samner upor mara jete dekhle

$ 0.00
4 years ago

It was very sad dear.Dog is also needfful for our environmen

$ 0.00
4 years ago

You're absolutely right bro. Every animal is important in maintaining the balance of the environment. Once all the sparrows were killed from China. It was the birds' fault that they ate too much grain. But because of the absence of that sparrow, locusts attacked the country that year. And that's why there was a famine in China that year. Sparrows ate grain, but locusts also ate with it. So if there were sparrows, locusts could not come. Allah forbid, if something like this happens in our country due to the killing of dogs !!!

$ 0.00
4 years ago