মানববন্ধন হচ্ছে কুকুর নিধনের জন্য! ঢাকা থেকে ত্রিশ হাজার কুকুর নিধনের পরিকল্পনা করা হয়েছে।
আপনি একজন বাইকার! আপনার কুকুরের জন্য বাইক চালাতে সমস্যা হয়! আরে ভাই আমিও একজন বাইকার, আজ পর্যন্ত আমার সামনে কখনো কুকুর পরে নাই কিন্তু মানুষ ঠিকি পরেছে! এখন তাহলে কি করা উচিত?!জানি এর উত্তর নেই
কুকুরের কামড়ে আপনার ভাই মারা গেছে! এমন কেস এই প্রথম শুনলাম এই দেশে! টেলিভিশনে হেডলাইন দেখেন তো?! আমিতো যখন দেখি তখনই চোখে পড়ে অমক জায়গায় লাশ পাওয়া গেছে, তমক জায়গায় লাশ পাওয়া গেছে! সবই এই বেওয়ারিশ কুকুর গুলো করে তাইনা?
রাতে নাকি কুকুরের ডাকাডাকিতে ঘুমাতে পারেন না! একবারও কি গিয়ে দেখেছেন কি জন্য ওরা ডাকাডাকি করতেছে? ওদের একবেলা খোজ নিয়েছেন যে একবেলা খেলো কিনা! ছোট বেলায় আপনার ক্ষুধা লাগলে মা মা করে কিন্তু ডাকাডাকি করতেন,তাহলে কি আপনাকেও....!!হাহা নিজের বেলায় চুপ! তাহলে আপনারও কোনো অধিকার নেই ওদের নিধন করার।
কুকুরের জন্য নাকি চলতে পারেন না!ভয় পান!তাই কুকুর নিধনে সাপোর্ট দিচ্ছেন! আচ্ছা আমার মা বোন তো রাস্তায় বের হলে মানুষ রূপের প্রানীর ভয়ে ভয়ে রাস্তায় চলে,তাহলে কি...!!হাহা এইবারও আপনি চুপ
তবে আমার কাছে কুকুর নিয়ে কোনো ভয় নেই, ভয় আছে মানুষ নিয়ে।পৃথিবীর অশান্তির কারণ এই মানুষ! খুনোখুনি এখন ট্রেন্ড হয়ে গেছে।তাহলে কি মানুষও নিধন করা উচিত নয়?
প্রতিনিয়ত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তাহলে বাস বন্ধ করেন। মানুষ মানুষকে মারছে তাহলে মানুষ নিধন করেন। পানিতে পরে মানুষ মরছে তাহলে জলাশয় ভরাট করে ফেলেন। আগুনে পুরে মানুষ মরছে তাহলে আগুনের ব্যবহার বন্ধ করেন। যদি এইগুলো না পারেন তাবে কুকুর নিধন করতে পারেন না!!
আচ্ছা কখনো কি এই কুকুর গুলোকে ভালোবাসার চেষ্টা করেছেন? করলে হয়তো ওদের মারার কথা চিন্তাও করতে পারতেন না। শুধু একবার একটা রুটি দেন, দেখবেন একমাস পরও আপনাকে দেখে দৌড়ে এসেছে। দেখবেন জীবনে অনেক বন্ধুকে খাইয়েছেন যারা এখন আপনাকে দেখলে উল্টো দৌড়ে পালায়!
আপনার অবশ্যই মনে রাখা উচিত সৃষ্টিকর্তা পৃথিবী আপনার একার জন্য বানায় নাই। পৃথিবীতে প্রতিটা প্রানীর বাঁচার অধিকার আছে ঠিক আপনি যেভাবে বেঁচে আছেন। ওরা কথা বলতে পারেনা বলে কি ব্যাথা পায়না? ওরাও আপনার মতো ব্যাথা অনুভব করে কিন্তু বলতে পারেনা। ওদেরও পরিবার আছে। একবার বোবা প্রানীর ভাষা বুঝতে চেষ্টা করুন, দেখবেন নতুন একটা পৃথিবী খুজে পাবেন। কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে। আপনার যদি তাদের নিয়ে এতো সমস্যা থেকেই থাকে তাহলে কুকুর ধরে ধরে ভ্যাক্সিন দেন কিন্তু মারার অধিকার আপনার নেই।
বোবা প্রাণীর রক্তে নিজের হাত ভিজাইয়েন না, আপনার মৃত্যুর পর এর হিসাব ঠিকি উপরওয়ালাকে দিতে হবে। একদিনতো মরতে হবেই!
vhai. desher obsta khub kharap. ami nijer elakai 6 ta kukur samlai. amar id te deikhen post o korchi oder niye. Kukur asole bhai shudhu shudhu kamrai na. ami baiir hyle 6 ta cheke dhore. jibon e ekta dat o bosai ni. ar onno manush dhil marbe ar kukur kamralei dosh😑😑😑ar ekhn sob kukur ar kukur premi der😑😑