শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

1 11
Avatar for Akhi_Akhi
4 years ago

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফ.এ. শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে।তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন । পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা যান এবং রেঙ্গুনে একাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকুরী করেন ।প্রবাস জীবনেই তাঁর সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্পদিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন । গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন । তিনি রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন , কিন্তু পরে তা ত্যাগ করেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন ।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তার উল্লেখযোগ্য গ্রন্থ , বড়দিদি,বিরাজ বৌ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা,পন্ডিতমশাই,মেজদিদি,পল্লিসমাজ, বৈকুন্ঠের উইল, শ্রীকান্ত ,চরিত্রহীন ,দত্তা, ছবি , গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবী শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র 16 ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন।

4
$ 0.19
$ 0.19 from @TheRandomRewarder
Sponsors of Akhi_Akhi
empty
empty
empty

Comments

অনেক ভালো লাগলো।

$ 0.00
4 years ago