1
17
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 1834 সালে 24 পরগনায় কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ।তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জ্যৈষ্ঠ ভ্রাতা । তিনি মেদিনীপুর জেলা স্কুল ও হুগলি কলেজে শিক্ষা লাভ করেন এবং নিজের চেষ্টায় ইংরেজি সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন ।কর্মজীবনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলার বিভিন্ন অঞ্চল ও বিহারের পালামৌতে অবস্থান করেন । তিনি কথা সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন ।তাঁর উল্লেখযোগ্য উপন্যাস মাধবীলতা, জলপ্রতাপ চাঁদ, রামেশ্বরের অদৃষ্ট, দামিনী। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ ভ্রমণ কাহিনী তার শ্রেষ্ঠ রচনা । 1889 সালে তিনি মৃত্যুবরণ করেন।
ধন্যবাদ আর্টিকেলটি শেয়ার করার জন্য।