রোকেয়া সাখাওয়াত হোসেন

2 18
Avatar for Akhi_Akhi
4 years ago

রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর ১৮৮০খ্রিস্টাব্দে রংপুর জেলা পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির উদদীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়া কে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে তিনি বড় ভাই ইব্রাহীম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন। বিহারের অন্তর্গত ভাগলপুরের সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন। মুসলিম নারী জাগরণের তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমানে খাতয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন। পদ্মরাগ ,অবরোধবাসিনী ,মতিচুর ,সুলতানার স্বপ্ন ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ৯ডিসেম্বর ১৯৩২ সালের রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন।

4
$ 0.21
$ 0.21 from @TheRandomRewarder
Sponsors of Akhi_Akhi
empty
empty
empty

Comments

Nice article.

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago