বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন । বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করে 1891 সালে অবসরগ্রহণ করেন । তিনি পাঠ্যাবস্থায়ই সাহিত্যচর্চা শুরু করেন ।তাঁর অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনায় পথিকৃৎ হিসেবে ।1865 সালে প্রকাশিত তাঁর প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথাসাহিত্যে নব-দিগন্ত সৃষ্টি করে। তার অন্যান্য উপন্যাস হলো: কপালকুণ্ডলা ,মৃণালিনী ,বিষবৃক্ষ, ইন্দিরা ,যুগলাঙ্গুরীয়, রাধারানী ,চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, রাজ সিংহ ,আনন্দমঠ ,দেবী চৌধুরানী ও সীতারাম। প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন । কমলাকান্তের দপ্তর , লোকরহস্য,কৃষ্ণচরিত্র ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন।
1
14
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীটা অনেক ভালো লেখছেন।