বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

1 14
Avatar for Akhi_Akhi
4 years ago

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন । বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করে 1891 সালে অবসরগ্রহণ করেন । তিনি পাঠ্যাবস্থায়ই সাহিত্যচর্চা শুরু করেন ।তাঁর অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনায় পথিকৃৎ হিসেবে ।1865 সালে প্রকাশিত তাঁর প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথাসাহিত্যে নব-দিগন্ত সৃষ্টি করে। তার অন্যান্য উপন্যাস হলো: কপালকুণ্ডলা ,মৃণালিনী ,বিষবৃক্ষ, ইন্দিরা ,যুগলাঙ্গুরীয়, রাধারানী ,চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, রাজ সিংহ ,আনন্দমঠ ,দেবী চৌধুরানী ও সীতারাম। প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন । কমলাকান্তের দপ্তর , লোকরহস্য,কৃষ্ণচরিত্র ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন।

5
$ 0.36
$ 0.36 from @TheRandomRewarder
Sponsors of Akhi_Akhi
empty
empty
empty

Comments

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীটা অনেক ভালো লেখছেন।

$ 0.00
4 years ago