ভোগ নয় ত্যাগেই প্রকৃত সুখ

12 261
Avatar for Akash.
Written by
4 years ago
Sponsors of Akash.
empty
empty
empty

বন্ধুরা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের মাঝে আরো একটি শিক্ষামূলক প্রবন্ধ নিয়ে আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে আমার প্রবন্ধটি পড়বেন।

আমরা বর্তমান সময়ে ভোগেই প্রকৃত সুখ মনে করি এবং আমরা ভোগ কেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা মনে করি যে ভোগের মাধ্যমে আমাদের হয়তো প্রকৃত জীবনে সুখ পাওয়া যায়। কিন্তু এটা ভুল ধারণা ত্যাগী আমাদের প্রকৃত সুখের চাবিকাঠি।

মানুষ লোভ করতে পারে কিন্তু সে জানেনা সে লোভের কাছে পরাজিত। সব সময় কামনা করে অনেক কিছু পাওয়ার জন্য। সে চেষ্টা করে যে আমি সহজেই সবকিছু পাব এবং সারাজীবন প্রবৃত্তির দাস হয়ে জীবন কাটাব। এই কাজের মধ্যে এসে সার্থকতা খুঁজে। বাস্তবতা এটা ঠিক নয় ভোগে আসক্তি মানুষকে আরো ভোগের আকাঙ্ক্ষা বাড়ায়।

বর্তমান সমাজে যারা অধিক ভুক্তভোগী তাদের আরো ভোগ করার সুযোগ তারা নিয়ে থাকে। তারা ভোগ করতে করতে এমন একটি পর্যায়ে চলে যায় যে অন্যকে ভোগ করার সুযোগ পায় না। অর্থাৎ তারা সুযোগ দেয়না। কিন্তু সে নিজেও জানে না এক সময় এই ভুক্তভোগী লোক নিজের সর্বনাশ ডেকে আনে। ভোগ করতে করতে সে পশুর সমান হয়ে যায়।

সে এতো ভোগ করে যে তার ভিতরে কোন মানুষত্ব বোধ থাকে না। কিন্তু দেখা যায় যে যে ব্যক্তি ত্যাগ করে ত্যাগ করার ক্ষমতা আছে সে ব্যক্তি জীবনের প্রকৃত মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে। ত্যাগের বিনিময়ে সে অনেক কিছু পেয়ে থাকে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। কিন্তু ভোগকারী বা স্বার্থবাদী মানুষ কখনো প্রকৃত কৃতজ্ঞতার ভাগ পায় না।

তাই মানুষের শুধু ভোগ নয় ত্যাগের মুহূর্ত থাকতে হবে মানুষের ত্যাগী সর্বোচ্চ আদর্শ হতে হবে। ত্যাগ মানুষকে অন্তরে শান্তি নিহিত করতে পারে। এটা হয়তো অন্য কিছু দিয়ে সম্ভব নয়। যখন তুমি প্রকৃত মন দিয়ে ত্যাগ করবে তখন তুমি এমন সুখ পাবে যা আগে কখনও হবেনা। জগতের সব টাকা একযোগে করলেও আপনার সেই আনন্দ ভাগ হবে না।

মানুষ যদি অপরের কল্যাণে ত্যাগী হয় তাহলে সে ব্যক্তি জগতের সেরা। এবং সে দেশের জন্য সোনার মানুষ হয়ে উঠবে। তাই ত্যাগী পারে একজন ব্যক্তি কে সঠিক স্থানে বসাতে এবং সম্মানের মুকুটে বসাতে।

তাই, আমরা সবাই ত্যাগী হব। ত্যাগী পারে আমাদের অপর মানুষের সম্মান অর্জন করতে।

আপনাদের সবাইকে ধন্যবাদ।

ধন্যবাদ @Read.Cash

"শুভ রাত্রি"

9
$ 0.00
Sponsors of Akash.
empty
empty
empty
Avatar for Akash.
Written by
4 years ago

Comments

মানবজীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক নয়। একে অন্যের কল্যাণে ব্রতী হওয়াই মনুষ্যত্বের বৈশিষ্ট্য। পরের কল্যাণে জীবন উৎসর্গ করলে জীবনে প্রকৃত সুখ মেলে।

$ 0.00
4 years ago

অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

আপনার আর্টিকেল টা অনেক শিক্ষনীয়। আমরা ভোগ টাকেই সুখ মনে করি কিন্তু আসলেই কি তাই। ত্যাগে যে সুখটা পাওয়া যায় তা ভোগে কখনোই পাওয়া সম্ভব না

$ 0.00
4 years ago

আসলেই সত্য কথা যে ভোগে কখনো সুখ পাওয়া যায় না তাই ত্যাগ এই প্রকৃত সুখ আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ভাই।

$ 0.00
4 years ago

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য। কথাটি একেবারে সত্যি, ভোগে কখনোই প্রকৃত সুখ পাওয়া যায়না। বরং ত্যাগে পাওয়া যায় প্রকৃত সুখ। আর একটা বিষয়, রিডক্যাশকে মেনশন করা বন্ধ করুন, রিডক্যাশ থেকে অলরেডি ওয়ার্নিং দিয়েছে আমি দেখেছি। ভবিষ্যতে সমস্যায় পরবেন তাহলে।

$ 0.00
4 years ago

আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আপু। আর আপনাকে ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

স্বাগতম আপনাকে। আপনার এই আর্টিকেল থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় বিষয় শেখা যায় যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই। আসলেই ভোগে না, ত্যাগেই প্রকৃত সুখ।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ আপনি যথার্থ বলেছেন। ধন্যবাদ ভাই ‌। খুব সুন্দর একটি মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন।

$ 0.00
4 years ago

অবশ্যই আপনার পাশে থাকব ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আসলে ভোগে নয় ত্যাগেই সুখ কথাটা শতভাগ সঠিক।যারা ত্যাগ করতে জানে তাদের মনটা অনেক ভালো হয়ে থাকে আর যারা ত্যাগ করতে চায় না তারা সমাজের জন্য খারাপ বয়ে আনে

$ 0.00
4 years ago