প্রতিটা জিনিস তুচ্ছ নয় হতে পারে সেটাই মহামূল্যবান

18 21
Avatar for Akash.
Written by
3 years ago

পৃথিবীতে কোন বস্তুকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। অতি তুচ্ছ বস্তুর মধ্যেও হয়তো লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো সম্ভাবনা যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না।

এটা সত্য যে বস্তুর পরিবর্তন সব সময় পরিবর্তনশীল এবং বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হতে পারে।কাজেই বস্তুর স্বাভাবিক অন্তর্নিহিত গুণের কথা চিন্তা করে সব জিনিসকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা অবশ্যক। কারণ অতি ক্ষুদ্র বা তুচ্ছ কোন বস্তুর মধ্যেও লুকিয়ে থাকতে পারে এমন কিছু শক্তি বা সম্ভাবন যা মানুষকে চরম শিখরে পৌঁছে দিতে পারে।তাই সত্য বলতে কোন জিনিস কে তুচ্ছ করে দেখা উচিত নয়।

বর্তমান সময়ে মানুষ তুচ্ছ জিনিস কে অবহেলা করে থাকে এবং মহা মূল্যবান জিনিস কে অতি মূল্যবান মনে করে যত্ন করে রাখে। এবং তথ্য জিনিসকে নগণ্য মনে করে। আসলে এটা কখনই উচিত নয় কারণ হতে পারে ওই তুচ্ছ জিনিস দিয়েই অনেক বড় কিছু তৈরি করা সম্ভব। যেমন আমরা শুনেছি বিন্দু থেকেই সিন্দুর সৃষ্টি। কোন জিনিসকে অবহেলা করা উচিত নয় হতে পারে সেটাই বড় কোন কাজে লাগতে পারে।

তাই আমাদের কোন ক্ষুদ্র জিনিসকে অবজ্ঞা করা উচিত নয়। বরং তাকে এবং সেই ক্ষুদ্র জিনিসকে বিচার-বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত। জীবনের প্রতিটা ক্ষেত্রে ও এমন পদক্ষেপ নেয়া উচিত তাহলে সঠিকভাবে সঠিক স্থানে এবং সাফল্যের শিখরে আমরা পৌঁছাতে পারবো।

ধন্যবাদ আপনাদের। আমার এই প্রেষণা টা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন।

শুভ সন্ধ্যা।

14
$ 0.00
Sponsors of Akash.
empty
empty
empty

Comments

প্রবাদে আছে 'যেখানে দেখিবে ছাই,উড়াইয়া দেখো তাই,পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই সবকিছুকেই গুরুত্ব দিতে হবে।

$ 0.00
3 years ago

হ্যাঁ সেটাই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবাদ। এই প্রবাদের উল্লেখ এই আমারে আর্টিকেলটি লেখা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এটা বোঝার জন্য।

$ 0.00
3 years ago

Yes you are right.... Khub sondor article brother....

$ 0.00
3 years ago

হুম একদম ঠিক বলেছেন ভাইয়া। কোনো জিনিসকেই তুচ্ছ মনে করা উচিত নয়। কোনোকিছুকেই ছোট মনে করা উচিত নয়।

$ 0.00
3 years ago

হ্যাঁ আপু ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
3 years ago

হ্যাঁ।

$ 0.00
3 years ago

হুম।

$ 0.00
3 years ago

হ্যাঁ আপু কোন জিনিসই তুচ্ছ নয়। ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য। আশাকরি আমার সাথে থাকবেন।

$ 0.00
3 years ago

হুম একদম ঠিক বলেছেন ভাইয়া।

$ 0.00
3 years ago

কথায় বলে বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। তাই কোন কিছুকেই অবহেলা করা উচিত নয়। সুন্দর লেখা।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আসলেই এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের সবারই শেখা উচিত এবং বোঝা উচিত। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

$ 0.00
3 years ago

১ জিনিসটা যতই হেলাফেলাভাবে নেইনা কেনো ১ ছাড়া আমরা অচল। একটা একটা টাকা মিলে হয় অনেক টাকা। একটা একটা বালুকণা মিলে হয় মরুভূমি। ক্ষুদ্র জ্ঞামের ভান্ডার এক সময় আপনার জ্ঞানীতে পরিনত করে। সো ক্ষুদ্র করে দেখা উচিত নয় কোন কিছুই।

$ 0.00
3 years ago

আপনি ঠিকই বলেছেন আপনার এই কথাগুলো আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

$ 0.00
3 years ago

স্বাগতম।

$ 0.00
3 years ago

ঠিক বলছেন ভাই, পৃথিবীতে কোনো কিছুকেই তুচ্ছ করে দেখা যাবে না কারন বড় বড় সবকিছুই জিনিসের পিছনে লুকিয়ে আছে ছোট ছোট জিনিস।

$ 0.00
3 years ago

হ্যাঁ ভাই তাই আমাদের প্রত্যেকটা জিনিস কে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।তাহলে আমরা সঠিকভাবে সঠিক জিনিসকে চিনতে পারব এবং সঠিকভাবে সেটাকে পরিচর্যা করতে পারব এবং মূল্য দিতে পারব ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য।

$ 0.00
3 years ago

হুম ভাই

$ 0.00
3 years ago