পৃথিবীতে কোন বস্তুকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। অতি তুচ্ছ বস্তুর মধ্যেও হয়তো লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো সম্ভাবনা যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না।
এটা সত্য যে বস্তুর পরিবর্তন সব সময় পরিবর্তনশীল এবং বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হতে পারে।কাজেই বস্তুর স্বাভাবিক অন্তর্নিহিত গুণের কথা চিন্তা করে সব জিনিসকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা অবশ্যক। কারণ অতি ক্ষুদ্র বা তুচ্ছ কোন বস্তুর মধ্যেও লুকিয়ে থাকতে পারে এমন কিছু শক্তি বা সম্ভাবন যা মানুষকে চরম শিখরে পৌঁছে দিতে পারে।তাই সত্য বলতে কোন জিনিস কে তুচ্ছ করে দেখা উচিত নয়।
বর্তমান সময়ে মানুষ তুচ্ছ জিনিস কে অবহেলা করে থাকে এবং মহা মূল্যবান জিনিস কে অতি মূল্যবান মনে করে যত্ন করে রাখে। এবং তথ্য জিনিসকে নগণ্য মনে করে। আসলে এটা কখনই উচিত নয় কারণ হতে পারে ওই তুচ্ছ জিনিস দিয়েই অনেক বড় কিছু তৈরি করা সম্ভব। যেমন আমরা শুনেছি বিন্দু থেকেই সিন্দুর সৃষ্টি। কোন জিনিসকে অবহেলা করা উচিত নয় হতে পারে সেটাই বড় কোন কাজে লাগতে পারে।
তাই আমাদের কোন ক্ষুদ্র জিনিসকে অবজ্ঞা করা উচিত নয়। বরং তাকে এবং সেই ক্ষুদ্র জিনিসকে বিচার-বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত। জীবনের প্রতিটা ক্ষেত্রে ও এমন পদক্ষেপ নেয়া উচিত তাহলে সঠিকভাবে সঠিক স্থানে এবং সাফল্যের শিখরে আমরা পৌঁছাতে পারবো।
ধন্যবাদ আপনাদের। আমার এই প্রেষণা টা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন।
শুভ সন্ধ্যা।
প্রবাদে আছে 'যেখানে দেখিবে ছাই,উড়াইয়া দেখো তাই,পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই সবকিছুকেই গুরুত্ব দিতে হবে।