বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের মাঝে একটি শিক্ষামূলক প্রবন্ধ শেয়ার করব। আশাকরি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।
মানুষ হয়তো পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকে কিন্তু তার নাম হয়তো কেউ স্মরণ করে রাখে না। আবার কেউ অল্প দিন বেঁচে থেকেও তার নাম ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় হয়ে আছে। তার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তার কর্মের মধ্যে।
পৃথিবীতে কোন মানুষই চিরদিন বেঁচে থাকতে পারে না। মানুষ একদিন একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে।কিন্তু এই মানুষই পারে এমন কিছু কাজ করতে যা তার নাম সারা জীবন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। এটা সম্ভব তার কিছু কীর্তির জন্য। একই কীর্তিটি হল তার ভালো কাজ। তার জীবনে এমন কিছু মানবকল্যাণে কীর্তি রখে যা মৃত্যু কালেও তার নাম অমর হয়ে থাকে।
কিন্তু কোন ব্যক্তি যদি পৃথিবীতে সাধারণভাবে জীবন-যপন করে মৃত্যুবরণ করেন তাহলে তার নাম কেউ স্মরণ করে রাখবে না।তার নাম তার মৃত্যুর সাথে সাথেই উঠে যাবে। কিন্তু যে ভালো কাজ করে তার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে এবং সবার মুখে মুখে তার কীর্তির গুনো গান শোনা যায়। কীর্তিমানের মৃত্যুর পরও হাজার হাজার বছর ধরে তার নাম স্মরণে থাকে।
যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি, আমাদের দেশের স্বাধীনতায় অনেক নামকরা লোক এই দেশের জন্য এই দেশের ভাষার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল। তাদের এই দান এর জন্য আমরা এই দেশে স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছি। আমরা তাদের কখনো ভুলি নাই। এটাই হলো সঠিক কীর্তি।
তাদের এই অবদান বাঙালিরা আজীবন মনে রাখবে যা হয়তো কখনো ভুলবার নয়। সেটা দেখা যায় একমাত্র আমরা যে দিবস গুলো পালন করি সেই দিবস গুলো তাদের উদ্দেশ্যে পালন করা হয় যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছিল।
তাই আমরা অবশেষে বলতে পারি কাজ মানুষকে বড় করে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। একজন মানুষ কর্মের মধ্যেই জীবন যাপন করতে পারে এবং তার নাম সবাই মনে রাখে মৃত্যুর পরেও তার নাম স্মরণ করে। সে একজন কীর্তিমান। আর যে ব্যক্তি সাধারন ভাবে জীবন যাপন করে তার মৃত্যুর পর তার কথা কেউ স্মরণ করে না।
এই প্রবন্ধ থেকে আমরা এটাই জানতে পারি এবং বুঝতে পারি যে মানুষ কর্মের মধ্য বড় হয় এবং তার নাম উজ্জ্বল হয়। তাই আমাদের সঠিক কীর্তি অর্জন করতে হবে।
অনেক ধন্যবাদ বন্ধুরা।
"শুভ রাত্রি"
কথাটি বলার জন্য ধন্যবাদ