"খলনায়ক আলেম কিন্তু পরিত্যক্ত"

5 20
Avatar for Akash.
Written by
3 years ago
Sponsors of Akash.
empty
empty
empty

দুষ্ট মানে অশুভ প্রকৃতির মানুষ। এ জাতীয় লোকেরা, তারা আলেম হলেও ত্যাগ করতে হবে। দুষ্ট লোকেরা দেশ ও সমাজের শত্রু। যদিও তারা আলেম, মানুষ তাদের ঘৃণা করে।

জ্ঞান মানুষের এক অমূল্য সম্পদ। বিদ্বানরা সর্বত্র শ্রদ্ধাশীল। তবে জ্ঞানী ব্যক্তি যদি ভাল চরিত্রের না হয়ে, মন্দ মন্দ প্রকৃতির হয় তবে তার থেকে দূরে থাকাই ভাল। কারণ, শিক্ষিত কিন্তু দুষ্টু লোকেরা সবচেয়ে ভয়ঙ্কর।

যে কোনও মুহুর্তে এই জাতীয় ব্যক্তি সবচেয়ে নিষ্ঠুর কাজটি করতে পারে। যার চরিত্র জ্ঞান দ্বারা সংশোধন করা যায় না, মানুষের কল্যাণ হতে পারে না। দুষ্ট লোকটিকে সর্পের সাথে তুলনা করা হয় এবং তার অর্জিত বৃদ্ধাকে সাপের মাথায় বানরের সাথে তুলনা করা হয়। মানুষ সাপকে ভয় পায়। কারণ যে কোনও সময় সাপটি তার কামড় দিয়ে হত্যা করতে পারে। একইভাবে, আপনি আলেম হলেও, যে কোনও সময় খলনায়কের কাছ থেকে ক্ষতির ঝুঁকি রয়েছে। এ জাতীয় ব্যক্তির নৈকট্য কেউ চায় না। সবাই তাকে ঘৃণা করে।

চরিত্রটি মানুষের সেরা সম্পদ। একজন বিদ্বান ব্যক্তি যখন দুশ্চরিত্রা হয় তখন সে অমানবিক হয়। সুতরাং শিক্ষিত হলেও একজনকে চরিত্রহীন ভিলেনের সঙ্গ থেকে দূরে থাকা উচিত।

English language 👇

https://read.cash/@Akash./the-villain-is-a-scholar-but-abandoned-1e82dbe7

2
$ 0.37
$ 0.37 from @TheRandomRewarder
Sponsors of Akash.
empty
empty
empty
Avatar for Akash.
Written by
3 years ago

Comments

Nice

$ 0.00
3 years ago

nice article

$ 0.00
3 years ago

Thank you so much dear...

$ 0.00
3 years ago

well come

$ 0.00
3 years ago

Yes my dear..

$ 0.00
3 years ago