চরিত্র মানুষের অমূল্য সম্পদ

4 22
Avatar for Akash.
Written by
4 years ago
Sponsors of Akash.
empty
empty
empty

বন্ধুরা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে উপস্থাপন করব।আপনারা অবশ্যই প্রবন্ধটি নাম দেখে বুঝতে পারছেন আমি কোন উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি। আমি প্রতিদিনই নতুন কিছু প্রবন্ধ আপনাদের মাঝে নিয়ে হাজির হই এবং এই প্রবন্ধটি অবশ্যই শিক্ষামূলক।

আজ আমি আপনাদের মাঝে " চরিত্র মানুষের অমূল্য সম্পদ "এই সম্পর্কে কিছু আপনাদের ধারণা দিব। আশাকরি সবাই এই বিষয়ে উপকৃত হবেন এবং মনোযোগ সহকারে আমার এই প্রবন্ধটি পড়বেন।

চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। যে ব্যক্তির চরিত্র নেই তাকে সকলেই ঘৃণা করে। চরিত্র মানুষকে অর্থাৎ মানবজীবনে মুকুটস্বরূপ।

এই পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের আচরণ করে এই আচরণে তার চরিত্র। একটা মানুষকে ভাল মন্দ যাচাই করার জন্য তার চরিত্র যথেষ্ট তার চরিত্র এর থেকেই বোঝা যায় যে সেই ব্যক্তি কতটা ভালো বা কতটা মন্দ। ভালো চরিত্রের মানুষ অবশ্যই সঠিক স্থানে মর্যাদাবন এবং সঠিক স্থানে তার প্রতিস্থাপন হয়।

চরিত্র মানুষের দেখা যায় না এটা মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য। যেটাকে মানুষ দিনের পর দিন পরিশ্রমের দ্বারা এবং গুণ এর দ্বারা ফুটে ওঠে। আমরা এটা বলতে পারি নারীদের ক্ষেত্রে অলংকার তার যেমন রূপের মাধুর্য বাড়িয়ে দেয় তেমনি ব্যক্তির আচার-আচরণ তার ব্যবহার তার কথাবার্তা তার জ্ঞান বুদ্ধি সততা-নিষ্ঠা ইত্যাদি তার চরিত্রের উপর নির্ভর করে এটাই তার অমূল্য সম্পদ।

সুন্দর এবং বুদ্ধিমত্তা মানুষকে সবাই পছন্দ করে। এবং সেই ব্যক্তি ও সবাইকে ভালোবাসে এবং সঠিক মর্যাদা দিতে পারে এবং তাকেও সবাই সঠিক মর্যাদা দিয়ে থাকে। কিন্তু যেই ব্যক্তি চরিত্রহীন সেই ব্যক্তিকে কেউ বিশ্বাস করে না তাকে সঠিক স্থানে মর্যাদাও দেয় না। যদি মানুষের কোটি কোটি টাকাও নষ্ট হয় সেটা ফিরে পাওয়া সম্ভব কিন্তু মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে যা কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এজন্যই বলা হয়েছে চরিত্র অমূল্য সম্পদ।

তাই আমরা বলতে পারি ধন-সম্পদ থেকে চরিত্র অনেক বেশি মূল্যবান মানুষের জীবনে চরিত্র অমূল্য সম্পদ এবং অলংকার স্বরূপ। তাই একজন সঠিক ব্যক্তিত্ব তার চরিত্রের উপর নির্ভর করে চরিত্র ভালো হলে সেই ব্যক্তির কত উন্নত এবং সে শ্রদ্ধা পাই সর্বক্ষেত্রে তাকে সবাই সম্মান করে। কিন্তু যে ব্যক্তি চরিত্রহীন সেই ব্যক্তির জীবনের কোন মূল্য নেই সেই ব্যক্তিকে সবাই ঘৃণ করে। তাই চরিত্রকে মাথার মুকুট এর সঙ্গে তুলনা করা হয়েছে।

বন্ধুরা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এই প্রবন্ধটি। আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং এই প্রবন্ধটি সঙ্গে আপনারা একমত হবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে।

সবাই ভাল থাকবেন।

এবং অবশ্যই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।

ঈশ্বর আপনাদের সহায় হোক।

5
$ 0.00
Sponsors of Akash.
empty
empty
empty
Avatar for Akash.
Written by
4 years ago

Comments

হুম ঠিক বলেছেন ভাইয়া। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, যার কোনো মূল্য নেই। টাকা হারালে আবার পাওয়া যায়, স্বাস্থ্য একবার হারালে আবারো ফিরে পাওয়া যায় কিন্তু চরিত্র এমন একটা মূল্যবান জিনিস যা একবার হারালে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু আপনার এই মতামতের সাথে আমি একমত। এটা আসলেই মূল্যবান একটি মতামত ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

স্বাগতম আপনাকে ভাইয়া। আর আপনাকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর ও গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। চরিত্র মানুষের সবচেয়ে বড় আর সবচেয়ে মুল্যবান সম্পদ যা একবার হারালে আর ফিরে পাওয়া যায়না।

$ 0.00
4 years ago

আপনার উক্ত কথা গুলি সাজিয়েছেন অনেক ভালো করে ,,, সারাজীবন ই আপনি ভালো পোস্ট করেন ,, যা আমার অনেক প্রিয় ,,, ধন্যবাদ এতো মূল্যবান পোস্ট এর জন্য,,, চরিত্র একটি মানুষের মানবিক জীবনের সাথে জরিত

$ 0.00
4 years ago