সাদা খিচুড়ি

11 18
Avatar for Akash-islam123
3 years ago

উপকরণঃ

১/ ২ কাপ চাল।

২/ ১ কাপ মুগডাল।

৩/ ১ কাপ আলু।

৪/ ২ চা চামচ আদা বাটা।

৫/ ২ চা চামচ রসুন বাটা।

৬/ ৩ টেবিল চামচ পেয়াজ কুচি।

৭/ ৪ টি এলাচ।

৮/ ৪/৫ টুকরো দারুচিনি।

৯/ ৪/৫ টি লং।

১০/ কাঁচা মরিচ ১০-১২ টি।

১১/ পরিমাণ মতো লবন।

১২/ তেজপাতা ২ টি।

১৩/ পানি ৮ কাপ।

১৪/ তেল ২ কাপ।

১৫/ ঘি ১ কাপ।

প্রণালীঃ

প্রথমে একটি পাএে চাল গুলো ডেলে দিয়ে তার সাথে ডাল গুলো পরিষ্কার পানি দিয়ে একসাথে ধুয়ে নিতে হবে।

তারপর এটিকে ১ ঘণ্টা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে তারপর যখন এর পানি ঝরে যাবে তখন একটি কড়ায়ে ঘি, পেয়াজ আর কাচামরিচ গুলো ছাড়া বাকি চাল-ডাল একসাথে সব উপকরণ গুলো মিশিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ।

তারপট অন্য একটি পাত্রে ঘি ডেলে দিয়ে গরম করে নিতে হবে । তারপর তার মধ্যে পেয়াজ বেরেস্তা করে নিতে হবে।

তারপর এই খিচুরি যখন ঘন হয়ে আসবে তকন এটি বেরেস্তার মধ্যে ঢেলে

দিতে হবে হবে।

তার পর আপনি এটি নামিয়ে গরম গরম ডিম বা মলেট বা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন

8
$ 0.00
Avatar for Akash-islam123
3 years ago

Comments

খিচুড়ি আমার খুব প্রিয় একটি খাবার। তাই সে কালার হোক অথবা সাদা। সাথে ডিম ভাজি হলে ভাল হয়। আর মাংস হলে তো কোন কথাই নেই পুরোটাই অসাম।

$ 0.00
3 years ago

খিচুড়ি আমার সবচেয়ে প্রিয় খাবার গুলোর মধ্যে একটি। আমি সবসময়ই খিচুড়ি খেতে পছন্দ করি। তবে ব্ৃষ্টির দিনে খিচুড়ি এর ডিম ভাজি অথবা মুরগির মাংস হলে তো কথাই নাই। ধন্যবাদ ভাই আপনাকর এত সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য। আশা করি আপনার থেকে এমন আরো অনেক রেসিপি আমরা পাবো।

$ 0.00
3 years ago

Very tasty

$ 0.00
3 years ago

খিচুরি সবারই খুব পসন্দের খাবার,,তার উপরে যদি এটা একটু অন্য ভাবে খাওয়া যায় তাহলে তো কোনো কোথায় নাই,,যাই হোক ধন্যবাদ আপনাকে।।

$ 0.00
3 years ago

Wow

$ 0.00
3 years ago

Thanks bro, You are very good explainer besides a very good chief, we are learning good, may Allah bless you 😘😘.support me

$ 0.00
3 years ago

Thq nipa apu😍😍

$ 0.00
3 years ago

welcome 😊

$ 0.00
3 years ago

nice food item.. dear.. pleae invite me..

$ 0.00
3 years ago

khichori onk vlo lage bt,. Sada khichori khokhono khai nai....tnx for share this recipe

$ 0.00
3 years ago

Sotti bolta saa kichure amar tmn valo lage na but ata dakta onak yummmi mona hocha tnq for share this recipe

$ 0.00
3 years ago