বিষয় : থাইরয়েড ক্যান্সার কি , এর প্রধান লক্ষন এবং উপসর্গগুলি কি কি এবং কিভাবে নির্নয় করা হয় এবং থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার ?! 😷
👩🏻⚕️ থাইরয়েড ক্যান্সার কি ?
*******************
এটি মানবদেহের ঘাড়ের সামনের দিকে স্বরযন্ত্রের নীচে অবস্হিত থাইরয়েড গ্রন্থির ক্যান্সার ! ওজনে প্রায় ২০ গ্রামের মত ! মানবদেহের জন্য অতীব প্রয়োজনীয় হরমোন এই থাইরয়েড গ্রন্হি থেকে তৈরি হয় এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে বিপাকীয় কাজে সাহায্যে করে !এই গ্রন্থির কোন অংশর কোষগুলো অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে যে মাংসপিন্ড বা চাকার সৃষ্টি হয় বা টিউমার গঠন করে যা থাইরয়েড ক্যান্সারের কারন হতে পারে ! তবে থাইরয়েড গ্রন্হি বড় হয়ে বা ফুলে উঠা মানেই ক্যান্সার নয় !
👩🏻⚕️ এর প্রধান লক্ষণ এবং উপসর্গ :
*************************
সবক্ষেত্রে শুরুতেই থাইরয়েড ক্যান্সারের উপসর্গ প্রকাশ পায়না !
তবে প্রাথমিক পর্যায়ে লক্ষণ হলো :
👉ঘাড়ের সামনের অংশে বা গলায় সামনের দিকে মাংসপিন্ড বড় হয়ে ওঠা ( যা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হয়না )
👉 গলার চারপাশে ফুলে যায়
👉 খাবার গিলতে সমস্যা ও কন্ঠনালীতে ব্যাথা
👉 গলার স্বরের পরিবর্তন ( কর্কশ হয়ে যাওয়া )
👉 ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া
👉 মাসিকের পরিবর্তন ও চুল পড়ে যাওয়া
👉 গরম আবহাওয়া সহ্য করতে না পাড়া
👉 প্রচুর ঘাম হওয়া
👩🏻⚕️প্রধান কারন গুলি কি কি ?
**********************
👉থাইরয়েড ক্যান্সারের প্রধান কারন অজানা তবে পরিবারগত কারনে জন্মসূত্রে বা জিনগত সমস্যার কারনে থাইরয়েড ক্যান্সার হবার সম্ভবনা থাকে ! তবে অনান্য কারন গুলো হলো :
👉তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন
👉রেডিও টেলিভিশন টাওয়ারের অস্বাভাবিক মাইক্রোওয়েভ
👉গলা বা থাইরয়েড এর উপর রেডিয়েশন দিলে
👉 অন্য ক্যান্সার থেকেও থাইরয়েডে ক্যান্সার হতে পারে
👉 উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেমিলিয়াল এডিনোমাটাস পলিপসিস হলে
👩🏻⚕️ থাইরয়েড ক্যান্সার কিভাবে নির্নয় করা হয় ?
************************************
👉রক্ত পরীক্ষা করে
👉 থাইরয়েড গ্রন্থির আলট্রাসোনোগ্রাম
👉 গ্রন্হি তে সৃষ্ট মাংসপিন্ড বা টিউমার থেকে রস নিয়ে পরীক্ষা ( এফএনএসি)
👉 বায়োপসি ( কিছুক্ষেত্রে )
👉কিছুক্ষত্রে থাইরয়েড স্ক্যান করার প্রয়োজন হতে পারে !
👩🏻⚕️ থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা :
**************************
👉 থাইরয়েড ক্যান্সার কনফার্ম হবার পর , রোগের তীব্রতা এবং ধরন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি শুরু করা হয় !
সাধারনত সর্বাধিক প্রচলিত চিকিৎসা হলো :
👉থাইরয়েডক্টোমি ( টিউমারর সহ থাইরয়েডের আংশিক বা সম্পূর্ন অংশ কেটে অপসারন করা
👉 রেডিও থেরাপি
👉কেমোথেরাপি
👉 তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা
👉কোনো কোনো রোগীকে থাইরয়েড ক্যান্সার অপারেশনের পর আজীবন থাইরয়েড হরমোন সেবন করতে হয় , যা শুধু থাইরয়েড এর ঘাটতি পূরনের জন্য নয় , ভবিষ্যতে যাতে থাইরয়েড ক্যান্সার না হয় সেজন্যও !
👩🏻⚕️মনে রাখা ভালো .......
থাইরয়েড ক্যান্সার এমন একটা রোগ যা সময় মত চিকিৎসা নিলে ৯৬ শতাংশ ক্ষেত্রে সম্পূর্ন আরোগ্য লাভ সম্ভব !