গুগল ডট কম এর সাময়িক মালিককে দেওয়া পুরষ্কারের কথা প্রকাশ করলো গুগল
গত বছরে হটাৎ করেই কোনো একটা ত্রুটির কারনে ইন্টারনেট জায়ান্ট গুগলের ডোমেইনটি বিক্রির জন্য উন্মুক্ত হয়ে যায়। স্যানমাই ভেড নামক একজন ব্যাক্তি গুগল ডোমেইন সার্ভিসে Google.com ডোমেইনটি কেনার জন্য উন্মুক্ত দেখতে পেয়ে মাত্র ১২ ডলারে সেটি কিনে ফেলেন!
এর কয়েক মিনিটের মধ্যে গুগল তাদের ভূল বুঝতে পেরে অর্ডারটি বাতিল করে দেয় এবং ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য স্যানমাই ভেড-কে ৬০০৬.১৩ ডলার পুরষ্কার দেয়। Google কে নাম্বারে প্রকাশ করলে হয় 6006.13 আর সেই কারনেই তারা এই টাকা তাকে উপহার হিসেবে দেওয়া হয়।
টাকাটি পাওয়ার পর ভেড তার প্রাপ্ত টাকা গুলো একটি দাতা সংস্থাকে দান করে দেন এবং এই খবর পাওয়ার পর গুগল তার ভালো কাজের জন্য তাকে আরও ৬০০৬.১৩ ডলার উপহার হিসেবে দেয়।
টাকার পরিমানটি স্যানমাই ভেড সে সময় প্রকাশ না করলেও সম্প্রতি গুগল তাদের ব্লগে এই বিষয়টি তুলে ধরে।