Emergency sos

0 13
Avatar for Airen1
Written by
4 years ago

আপনার মোবাইলের সেটিংস এর বিভিন্ন অপশানে খুঁজে দেখুন,Emergency SOS নামে অপশান পাবেন ই। এক অপশানে না পাইলে,অন্যগুলোতে খুঁজে দেখুন। মোবাইল কোম্পানি ভেদে,একেক অপশানের একেক নাম। একান্তই যারা পাচ্ছেন না,তারা ইউটিউবে How to On emergency SOS লিখে সার্চ দেন) ❤

এই ব্যাপার টা আমি একটি আর্টিকেল থেকে জানতে পারি আর তার পর নিজের ফোনেও এপ্লাই করে দেখি। এটি আসলেই কাজ করে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। এর ফলে হয়ত কেও বিপদে পরলে তাদের রক্ষা করা সম্ভব হবে।। তাই ভাবলাম দেশের যে অবস্থা এ ব্যাপার টা আমাদের সবার জানা উচিত।

কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনি কীভাবে পুলিশ কিংবা আপনার পরিচিতদের সাথে যোগাযোগ করবেন ?

চরম বিপদের মূহুর্তেও তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য জার্মান সরকার এমনই একটি (SOS) সিস্টেম চালু করেছেন যেখানে সমুদ্রে কোনো জাহাজ বিপদের সম্মুখীন হলে তাৎক্ষণিক স্টেশনে সিগন্যাল পাঠাতে পারে যার পূর্ণরূপ হচ্ছে ( SOS- "Save Our Soul "/"Save Our Ship "

এই সিস্টেমের উন্নতির ফলে মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে এটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইফোনেও (SOS Message ) নামে সংযুক্ত করা হয়েছে যা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে ।

এটি অন করে রাখলে আপনি যেকোনো মূহুর্তে আক্রমনের শিকার হলে আক্রমণকারীর অগোচরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৪ জনের সাথে (একই সঙ্গে আপনার ৫ সেকেন্ডের ভয়েস, দুটি ছবি এবং আপনার লোকেশন ) শেয়ার করতে পারবেন । এগুলো শেয়ার করার জন্য আপনার ফোন আনলক,ডাটা/ওয়াইফাই,লোকেশন এমনকি ফোনের স্ক্রিনও অন করতে হবে না, কারণ বিপদের সময় এতকিছু করার সময় পাবেন না, সময় পেলেও আক্রমণকারী আপনাকে ফোন ব্যবহার করতে দিবে না , শুধুমাত্র আপনার ফোনের পাওয়ার বাটন একসঙ্গে পরপর তিনবার চাপলে ৩০ থেকে ৪৫ সেকেন্ডর মধ্যে SOS মেসেজের প্রক্রিয়া শুরু হবে ( স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনা আপনি ডাটা,ওয়াইফাই,লোকেশন,ক্যামেরা,মাইক্রোফোন অন হয়ে যাবে ) এবং ১ মিনিটের মধ্যে ভয়েস, আপনার লোকেশন, ছবিসহ মেসেজ চারজনের কাছে চলে যাবে । এজন্য আপনাকে কোনো অ্যাপস কিংবা কোনো একাউন্ট খুলতে হবে না, এই সিস্টেমটি আপনার ফোনেই পাবেন, শুধুমাত্র অন করে চারজনের মোবাইল নাম্বার সেট করে রাখলেই হবে ।

মোবাইল নাম্বার হিসেবে রাখতে পারেন আপনার নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার, এবং যেকোনো সময়ে আপনার কাছে পৌঁছাতে পারবে এমন তিনজন ব্যক্তির নাম্বার ।

SOS Message চালু করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে SOS লিখে সার্চ দিন এবং এরপর ক্লিক করলে চিত্রের মত তিনটি অপশন পাবেন সেগুলো অন করে রাখুন এবং সর্বোচ্চ চারজনের নাম্বার যুক্ত করুন ,তাহলেই হয়ে যাবে ।

বাইরে বের হওয়ার আগে মিনিমাম ১টি SMS,MMS পাঠানো যায় এমন পর্যাপ্ত ব্যালেন্স রাখুন.

1
$ 0.00
Avatar for Airen1
Written by
4 years ago

Comments