বৃদ্ধাশ্রম

0 14
Avatar for Ahmed76672
3 years ago

আমার খুব জানতে ইচ্ছে করে এই যে এতো এতো বৃদ্ধাশ্রম সারাদেশ জুড়ে, এখানে যারা থাকেন তাদের সবার সন্তান'ই কি অমানুষ?

আমি তো এমন অনেক বাবা-মা'কে দেখেছি,যাদের অত্যাচারে সন্তানেরা নিজের হাতের রগ কেটে ফেলেছে,কেউ সুইসাইড করেছে,কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে!

অনেক বাবা-মা'কে দেখেছি নিজের সন্তান'কে বাধ্য করেছে সংসার নষ্ট বা ডিভোর্স নেয়ার জন্য!

বহু বাবা-মা নিজের সন্তান'কে গলা টিপে হত্যার খবর'ও দেখেছি টিভি কিংবা পত্রিকায়!

অনেক বাবা-মা'র কথা আমি জানি,যারা নিজের সন্তানের সুন্দর ভবিষ্যত নষ্ট করে দিয়েছেন নিজের হাতে! যেটা সইতে না পেরে ছেলে'টা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে!

আমাদের দেশের ম্যাক্সিমাম মা'য়েরা তাদের নিজের কন্যা'কে বিয়ে দিয়ে ভাবে যে,তার মেয়ে শাবানা'র মতো একটা সেলাই মেশিন দিয়া,জামাই'কে গার্মেন্টস ফ্যাক্টরী করে দিবে আর ছেলে বিয়ে করিয়ে বউ আনার পর ভাবে,তার ছেলের সব ব্যাংক ব্যালেন্স রিনা খানের মতো গিলে খেয়ে ফেলবে এই বউ।

সেদিন সিঙ্গাপুরে থাকা প্রবাসী ভাইয়ের খোজ জানতে চেয়ে,এক বোন স্ট্যাটাস দিয়েছে দেখলাম! সেখানে বোন'টা লিখেছে তার ভাই এক মেয়েকে পছন্দ করতো।অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠীক হবার খবর শুনে নিজের বাবা-মা'কে জানায় তার ভাই। বাবা-মা ছেলেটাকে আশ্বস্ত করে যে এই মেয়ের সাথেই তার বিয়ে দিবে।

দশ হাজার টাকা হাতে দিয়ে বিয়ের কেনাকাটার জন্য ছেলেটাকে শহড়ে পাঠায়! আর;এই ফাকে তারা মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা-মা'কে তারতারি অন্যত্র বিয়ে দেয়ার জন্য পরামর্শ দিয়ে আসে।ছেলেটা শহড় থেকে ফিরে দেখে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে,তার নিজের বাবা-মায়ের পরামর্শেই!

নিজ বাবা-মা'য়ের এতবড় প্রতারনা মেনে নিতে না পেরে ছেলেটা বলে,তাকে যেনো বিদেশ পাঠিয়ে দেয়া হয় তাহলে সব ভুলে যেতে পারবে! বাবা-মা আনন্দে আটখানা হয়ে ছেলেকে পাঠিয়ে দেয় সিঙ্গাপুর!

বিদেশ যাবার জন্য বাবার যেই টাকা'টা খরচ হয়েছিলো,সেটা দুই বছরের মাথায় ফেরত দিয়ে,

গত ১১ বছর ধরে সম্পূর্ন যোগাযোগ বন্ধ করে দেয় ছেলেটা। এখন বাবা-মা ছেলের সন্ধানে পাগল!

কত'টা অভিমান আর ক্ষোভ জমে গেলে একটা ছেলে এরকম করতে পারে,তা কি ভেবে দেখেছেন কোনো বাবা-মা?

তাহলে আমরা কেন, একচেটিয়া ভাবে ধরেই নিই যে; বৃদ্ধাশ্রমে থাকা লোকজনের সবার সন্তান'ই অমানুষ!?

এমনোতো হতে পারে,যে সে তার কর্মফলের জন্যই এই আশ্রমে আশ্রিত!

একটা সময়ে হয়ত;তারা তাদের সন্তানের উপর খুব বেশি মানসিক কিংবা শারীরিক টর্চার করেছেন,যেটার ফলে তাদের প্রতি যে মায়া,শ্রদ্ধা কিংবা মমত্ববোধ থাকার কথা ছিলো একজন সন্তান হিসেবে,সেটা হয়ত মরে গেছে!

আমি বলছিনা বৃদ্ধাশ্রমে থাকা সব বাবা-মা'ই এমন!আবার এটাও বলছিনা,সবার সন্তান'ই অমানুষ!

কুর'আন-হাদীস আমরা সবাই কমবেশি জানি কিন্তু;এসবের বানী প্রয়োগ করি অন্যের বেলায়।যখন যার সাথে ঘটে,কেবল সে'ই জানে মানসিক যন্ত্রনা কত'টা ভয়াবহ!

বাবা-মা'য়েদেরও উচিত সন্তান'দের মানসিক টর্চার না করা!এতে হয়ত আপনার সন্তান বাধ্য হয়ে মেনে নিবে ঠিক, এরকম কন্টিনিউ চলতে থাকলে আপনার প্রতি তার কোনো ফিলিংস কাজ করবে নাহ।

একটা সময় হয়ত নিজের মুক্তির জন্যই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে,আর তখন আপনার'ও কিছু করার থাকবেনা।আমাদের ধর্মে বাবা-মা'কে অনেক সম্মান দেয়া হয়েছে এবং এজন্য অবশ্যই আমি গর্বিত।

কিন্তু;কেন জানি মনে হয় বাবা-মা'য়েদেরও আরো একটু সহনশীল হওয়া উচিত!

সন্তান'রাও মানুষ,তারা'তো বায়েজিদ বোস্তামী (রহঃ) কিংবা আব্দুল কাদীর জিলানী (রহঃ)'এর পর্যায়ে পৌছতে পারে নাই এখনো।তবে,আপনি দুয়া করলে সেই লেভেলে পৌছাইতে তার সময় লাগতোনা।তার জীবন'কে বিতৃষ্ণা না বানিয়ে,বুঝতে চেষ্টা করুন তাকে।

সংসারে অশান্তি দিচ্ছেনএখন,শেষ বয়সে হয়ত এর ঘানি টানবেন নীরবে!

বিঃদ্রঃ লেখা'টা কেউ ব্যাক্তিগতভাবে নিবেন নাহ প্লিজ।

আমার যেটা মনে হয়;আমরা একচেটিয়া ভাবেই একপক্ষ'কে ক্লেইম দিয়ে ফেলি যেকোনো ঘটনা'তেই।

ধন্যবাদ,ধন্যবাদ সবাই'কে।

1
$ 0.00
Avatar for Ahmed76672
3 years ago

Comments