ভালোবাসার সাত কাহন

0 17
Avatar for Afruja838
4 years ago

যে মানুষটার সাথে চব্বিশ ঘন্টার ভিতর ১৬-১৮ ঘন্টা কোনো না কোনোভাবে যোগাযোগ হয় বা হতো, সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব?

যে মানুষটার কন্ঠ শুনে দিনের শুরু হতো, যে মানুষের কন্ঠ শুনে দিনটা শেষ হতো...সে মানুষটাকে কি ভুলে যাওয়া সত্যিই সম্ভব?

হুট করে একদিন বলে দিলেন তোমার সাথে আমার আর আগের মত কথা বলা সম্ভব নয়, যোগাযোগ রাখা সম্ভব নয়। হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মত, তখন সে মানুষটার অবস্থা কি হবে তা ভেবে দেখেছেন?

যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না। তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসাটা হারিয়ে যাবে? ভালোবাসার আগে, ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা। তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দিবেন?

ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেয়া যায়, যদি সত্যিই ভালোবেসে থাকেন।

শত বাঁধায় যদি ভালবাোসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শোনাতে না পারেন...তবে ক্ষনিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দিবেন না।

মনে রাখবেন সে হয়তো আপনাকে অভিশাপ দিবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তা দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে তাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট।

আপনি হয়তো জানেন না আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন 'কেমন আছো?' সে মানুষটা 'ভালো আছি' নামক মিথ্যা কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে তার ওজন কতটা বেশী আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝতে পারবেন।

ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না, ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি এক সময় তাকে ঠকিয়ে কোনোদিনও সুখে থাকতে পারবেন না।

দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে...একদিন কাউকে 'ভালো আছি' বলতে আপনাকেও মিথ্যার আশ্রয় নিতেই হবে।

যেই মানুষটা ১৬-১৮ ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর ৬-৮ ঘন্টা সময় রিলাক্সে ঘুমাতো, সেই মানুষ এখন সেই ৬-৮ ঘন্টা সময় নিজের সাথে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। সেই মানুষটার আপনাকে অভিশাপ দিতে হবে না। তার প্রতি ফোঁটা চোখের পানিই আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, সেটা আজ হোক আর কাল হোক।

ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নিবেন না তা তো হতে পারে না।

মনে রাখবেন যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন।

তাই কাউকে ভালোবাসি বলার আগে হাজারবার ভাবুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা। যদি না পারেন ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দিবেন না। তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দিবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে। কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্য চিৎকার করে কাঁদবেন তবুও আপনার প্রায়শ্চিত্ত হবে না, কেউ আসবে না আপনার চোখের পানি মুছে দেবার জন্য সে সময়।

ভালোবাসলে ভালোবাসার মত বাসুন, ছেড়ে যাবার জন্য নয়।

2
$ 0.00
Avatar for Afruja838
4 years ago

Comments