2
17
হয়তো বাকি ছিল অনেকটা পথ
পাড়ি দেবার তবু ইচ্ছে
ঘুড়ি আজ বাধন হারা.
কাছে না পাবার।
হবেনা দেখা তোরে আর
আমার এই আকাশে.!
তাই আর, আর নেবোনা
কোনো ঘুড়ি-লাটাই হাতে।
দুর হতে তাকিয়ে থেকে.
বাধন হারা ঘুড়ি.
মিলিয়ে গেলে দুর অজানায়.
তবেই ফিরবো বাড়ি..
কিছু কথা কিছু পরিচয়,
ক্ষণিকের হয়। কিছু ব্যথা কিছু সৃষ্টি,
ভুলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়।
ঠিক বলেছেন,মানুষ অনেক স্বপ্ন দেখে কিন্তু তা কারো জন্য ফল দায়ক হয় আর কারো জন্য কষ্ট দায়ক হয়,আমিও একজনকে নিয়ে স্বপ্ন দেখেছি অনেকটা পথ তাকে নিয়ে পাড়ি দেবো,কিন্তু সেই স্বপ্ন আমার পুরন হয়নি,তা আমার জন্য এখন কষ্টে পরিনত হয়েছে,কষ্ট জিনিসটা কি আগে তা বুঝতাম না,কিন্তু এখন বুঝছি কষ্ট নিয়ে মানুষ কিভাবে বেচে থাকে!