বাংলা বানান এর ব্যাখ্যা

3 18
Avatar for Afruja838
4 years ago

হাওড় বাওড় বিল ও ঝিল

হাওড়: সাগর শব্দ থেকে হাওড় শব্দের উদ্ভব। সাধারণভাবে ভূআলোড়নের ফলে সৃষ্ট প্রায় গামলা আকৃতির বিশাল জলাশয়কে হাওড় বলে।প্রচলিত অর্থে এটি বন্যা প্রতিরোধের জন্য নদীতীরে নির্মিত মাটির বাধের মধ্যে প্রায় গোলাকৃতি নিম্নভূমি বা জলাভূমি। তবে সর্বদা নদীর কূলে নির্মিত বাধের মধ্যে নাও থাকতে পারে। বর্ষায় প্রতিবছর হাওড় প্লাবিত হয়। বছরের কয়েক মাস পানিতে নিমজ্জিত থাকে।বর্ষা শেষে হাওড়ের গভীরে পানিতে নিমজ্জিত কিছু বিল জেগে ওঠে। গ্রীষ্মকালে হাওড়কে বিশাল মাঠের মতো মনে হয়। তবে ওই বিলে মাঝে মাঝে পানি থাকে। হাকালুকি বাংলাদেশের বিখ্যাত হাওড়।

বাঁওড়: পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয়কে বাঁওড় বলে। এটি গাঙ্গেয় মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে অবস্থিত নদীর পরিত্যক্ত বাহু। দেখতে অনেকটা পিরিচ আকৃতির খাদের মতো। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বহুল পরিচিত বাঁওড় প্রায়শ বিলের সমার্থক। সাগরখালি, জালেশ্বর, রামপুর, পাঠানপাড়া, কাঠগড়া, যোগীনি, ইছামতি, জয়দিয়া, মারজাত প্রভৃতি বাংলাদেশের কয়েকটি বাঁওড়।

বিল: বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসাম অঞ্চলে বিস্তৃত আবদ্ধ মিঠাপানির জলাশয়কে বিল বলে। বিল মূলত এমন একটি নিম্নভূমি যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয়। শুকনো মৌসুমে অধিকাংশ বিলে পানি থাকে না। তবে একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়। বড়ো বড়ো বিলের গভীরতা বেশি। তাই প্রায় সারা বছর কোথাও না কোথাও পানি থাকে। মূলত পুরাতন নদীর গতিপথের ধার ঘেঁষে সৃষ্ট নিম্ন জলাভূমিকে বিল বলা হয়।

ঝিল: প্রবহমান নদীর পরিত্যক্ত খাতকে ঝিল বলা হয়। ঝিল এক প্রকার লম্বাকৃতির জলাশয়। এটি সাধারণত বিল অপেক্ষা ক্ষুদ্র। ঝিলের চারপাশ স্থলাবদ্ধ থাকে। এতে সারাবছর কিছু না কিছু পানি থাকে। ঝিল একটি আঞ্চলিক শব্দ। এর অর্থ অশ্বক্ষুরাকৃতির হ্রদ। উদাহরণ: ঢাকার হাতির ঝিল, মৌলভী বাজারের বেরি ঝিল, ভারতের হাওড়ায় অবস্থিত সাঁতরাগাছি ঝিল

Valo lagle like comment and subscribe please.

9
$ 0.00

Comments

khub valo hoise. Darun hoise. apnar lekha onk valo.

$ 0.00
4 years ago

Sub dan sub paben

$ 0.00
4 years ago

Thanks for share this important article.i really like this.keep it up.

$ 0.00
4 years ago