আমরা সবসময় ভাল থাকতে চাই।কিনতু কতটা ভাল আছি বলা কতটা ভাল রাখতে পেরেছি বা রেখেছি বলা ভালো রাখার ইচছাই কতটুকু ছিল বলা আছে?'বা' এ-র সমরোহে আমার লেখার হয়তো বলা অলংকারটা নেই।
জীবনযাপন করছি কিছুটা মর্মাটা......
আমরা কেনো ভাল নেই?এটি বাধ্যগত উওর যদি দেওয়া যায় তাহলে ভাবতে হবে ব্যতিক্রম।আসলে ব্যতিক্রম নেয় বাস্তব।
আমাদের সুখী হওয়ার যোগ্যতা আছে?আমাদের প্রকৃতিটা এই রকম যে কেউ কিছু নিজ ইচ্ছায় দেবে তার কাছ থেকে গ্রহন না করে।কুকুরের মতো হ্যন করে।কিনতু ঠিক উনি অন্যের কাছে জোর করে নিতে চায়।প্রাকৃতিক ভাবে কিছুকে ফেলে দিয়ে কৃএিমটাকে আক্রে ধরে।
কখন সুখী হওয়ার সম্ভাবনার পিছনে ঘাম, বৃষ্টির কান্নায় শব্দই নিয়ে যায় আমাদের সুখী হওয়ার রাস্তায়।একবার সুযোগটা দরকার। আর ভাল লাগে না। আমি অনেক যুদ্ধ ঘেরা জীবন টা নিয়ে থাকতে চাই না।। সুখী থাকার চিন্তা নিয়ে পার করছি জীবন। হয়ত জীবনশেষ অধ্যায় হতে পারে সুখীময়।সবই নসিবের খেলা।কেউ থাকে চরম সুখে আর কেউ থাকে চরম দুখে।কিনতু সব কথার বড় কথা যেভাবে আছি তার মেনে নিয়ে সুখী হওয়া।
Happiness comes after sorrow. The difference is that happiness comes quickly to someone and it is a little late for someone. That is the reality.