নয়নতারা ফুল

0 11
Avatar for Afia.1
Written by
4 years ago
বৃষ্টিতে ভেজা নয়নতারা

নয়নতারা অতি সুপরিচিত একটি ভেষজ উদ্ভিদ ও ফুল গাছ। এর বৈজ্ঞানিক নাম Catharanthus roseus। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। আমাদের বাংলাদেশের সর্বত্র প্রচুর পরিমানে নয়ন তারা ফুল গাছ দেখা যায়। প্রায় সকল বাগানির বাগানে নয়ন তারা গাছ দেখা যায়। পাঁচ পাপড়ির ফুল ও তিন প্রকার রঙ্গের (গোলাপী, সাদা, হালকা গোলাপী) ফুল গাছটি সবার পছন্দের একটি গাছ। অধিক পরিমানে ফুল হওয়া এই নয়নতারা গাছটি সাধারনত ২/৩ ফুট লম্বা হয়ে গোল হয়ে ছড়িয়ে পরে যা দেখতে খুবী সুন্দর লাগে।

নয়নতারা গাছ বর্ষজীবী হলেও বেশকয়েক বছর বেঁচে থাকতেও দেখা যায়। সারা বছর ধরেই ফুল ফোটতে দেখা যায়।
বাগানের সোন্দর্য বৃদ্ধির জন্য আমরা নয়নতারা গাছ রোপণ করে থাকলেও এ গাছের অনেক ঔষধি গুনাগুণ হয়েছে।

1
$ 0.00
Avatar for Afia.1
Written by
4 years ago

Comments