আজ আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প বলবো।যদিও ২ বছর হয়ে গেলো,কিন্তু এই ঘটনাটি এখনও ভুলতে পারি না।
২০১৮ সাল, এডমিশন পরীক্ষার জন্য ইসলামি ইউনিভার্সিটির উদ্যেশ্যে রওয়ানা দিয়েছি সকাল ৬ টায়,সাথে ছিলো আব্বু। স্টেশন এ গিয়ে পৌঁছেছিলাম ৮ টায় আর ট্রেন এর সময় ছিলো ১০ টা। "২ ঘন্টা অপেক্ষা করতে হবে!! হায় আল্লাহ! আগে যদি জানতাম ট্রেন এর সময় ১০ টা তাহলে তো ৮ টায় বাড়ি থেকে বের হতাম!! এতক্ষণ অপেক্ষা করতে হবে!!! ", মনে মনে নিজে নিজেই ভাবছিলাম বসে বসে।হঠাৎ পাশ থেকে একজন অনেক চিকন গলায় বললো," আপু, আপনি কি জয়পুরহাট যাবেন? রুপসা ট্রেন কয়টায় আসবে জানেন?" কথাগুলো যেন মনের মধ্যে গিয়ে লাগলো।পাশে ঘুরতেই দেখি আমার পাশের পাশের সিট টাতে বসে আছে মেয়েটি, গায়ের রং কালো,তরুন বয়সী, কপালে লাল টিপ আর মুখে হাতে গালে সিঁদুর লেগে আছে। কেন যেন মনে হলো মেয়েটি হয়তো মেথর,তাই একপ্রকার ইগনোর করারই চেষ্টা করলাম। তার দিকে তাকিয়ে বললাম," না আপু,আমি কুষ্টিয়া যাবো আর রুপসা কয়টায় আসবে আমি জানি না।" বলেই মেয়েটার দিক থেকে অন্যদিকে ঘুরে গেলাম।কিন্তু মনের মধ্যে বার বার বেজে উঠছিলো তার "আপু" ডাকটি। আবেগ সামলাতে না পেরে মেয়েটাকে বললাম, "আপনি কি জয়পুরহাট যাবেন?" সে বললো, "হ্যা,আমার বাবার বাসায় যবো।" অবাক হয়ে গেলাম! সে তার বাবার বাসায় যাবে তো এইভাবে কেনো! দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেই চলে এসেছে, হাত মুখও ধোয়নি, মুখের যেখানে সেখানে সিঁদুর লেগে আছে। কিন্তু তাও তার সাহায্য করতে মন চাচ্ছিলো, তাই বললাম," আপনি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে পারেন ট্রেন কখন আসবে?" সে আমার কথার কোনো উত্তর দিলো না।চুপ করে সেখানটেই বসে রইলো আর গভীর কোনো এক ভাবনায় হারিয়ে গেলো।
গল্পের বাকিটুকু আমার পরের আর্টিকেল এ বলবো ইনশাআল্লাহ। শোনার জন্য সাথেই থাকুন এবং লাইক,কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।
Thank you...it’s a true story