ফিরে যেতে চাই সেই সোনালী অতীতে,
যেখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো চাপ,
চোখ দুটো ছিলো তখন কতই না নিষ্পাপ।
বৃষ্টির দিনে ভিজে ভিজে খেলা করা,
মাটির বাড়ি বানিয়ে সেটা ভেঙ্গে ফেলা,
বাবার হাত ধরে বাজারে যাওয়া।
সেদিনগুলোতে ছিলোনা কোনো বারন,
ছুটে চলা ছিলো দিকবিদিক কারন অকারণ।
অন্তরে ছিলো না কোনো অভিযোগ,
ছিলো না হিংসা বিদ্বেষ বুঝতাম না দুর্যোগ।
ফিরে যেতে চাই সেই দিনগুলোতে,
ফিরে যেতে চাই আমার শৈশবে!!!!
Wonderfull