যমুনা নদী

1 10
Avatar for Adnan334
4 years ago

রেনাল ১৭৮০ সালে বঙ্গদেশের যে মানচিত্র এঁকে ছিলেন তাতে যমুনা নদীর কোন উল্লেখ ছিল না। এর 30 বছর পর বুকানন হেমিলটন ব্রম্মপুত্রের প্রধান শাখা হিসেবে যমুনার উল্লেখ করেন।1787 সালে বাংলার যে প্রবল বন্যা হয় তাতে এদেশের ব্যাপক ভৌগলিক পরিবর্তন ঘটেছিল।এ প্রসঙ্গে উইলিয়াম হান্টার বলেন -' the streets of Dhaka city were submerged to a depth sufficient to admit boats sailing them. 60000 persons perished during the inundation and subsequent famine.'এ মহাপ্লাবনের ফলে ব্রহ্মপুত্র তার গতিপথ পরিবর্তন করে তিস্তার সাথে মিলিত হয়। অষ্টাদশ শতকের পূর্বে 'যিনাই' নামে একটি ক্ষুদ্র খাল হিসেবে যমুনা প্রবাহিত হতো। ১৮৮৭ সালের সমসাময়িক একটি ভূ আন্দোলনে বরেন্দ্রভূমি মধুপুর গড় অঞ্চল থেকে পৃথক হয়ে পড়ে। এর ফলে তিস্তা, আত্রাই ,মহানন্দা, পুনর্ভবা প্রভৃতি নদীর পানি শীর্ণ 'যিনাই' এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় বৃহৎ যমুনার প্রবাহের সৃষ্টি হয়। বর্ষাকালে কোন কোন স্থানে যমুনা চার থেকে পাঁচ মাইল প্রশস্ত হয়।

3
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

রেনাল ১৭৮০ সালে বঙ্গদেশের যে মানচিত্র এঁকে ছিলেন তাতে যমুনা নদীর কোন উল্লেখ ছিল না। এর 30 বছর পর বুকানন হেমিলটন ব্রম্মপুত্রের প্রধান শাখা হিসেবে যমুনার উল্লেখ করেন।1787 সালে বাংলার যে প্রবল বন্যা হয় তাতে এদেশের ব্যাপক ভৌগলিক পরিবর্তন ঘটেছিল।এ প্রসঙ্গে উইলিয়াম হান্টার বলেন -' the streets of Dhaka city were submerged to a depth sufficient to admit boats sailing them. 60000 persons perished during the inundation and subsequent famine.'এ মহাপ্লাবনের ফলে ব্রহ্মপুত্র তার গতিপথ পরিবর্তন করে তিস্তার সাথে মিলিত হয়। অষ্টাদশ শতকের পূর্বে 'যিনাই' নামে একটি ক্ষুদ্র খাল হিসেবে যমুনা প্রবাহিত হতো। ১৮৮৭ সালের সমসাময়িক একটি ভূ আন্দোলনে বরেন্দ্রভূমি মধুপুর গড় অঞ্চল থেকে পৃথক হয়ে পড়ে। এর ফলে তিস্তা, আত্রাই ,মহানন্দা, পুনর্ভবা প্রভৃতি নদীর পানি শীর্ণ 'যিনাই'

$ 0.00
4 years ago